আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় ১৩ তম দিনের মতো চলছে ১৪০ টাকা দামে ডিম বিক্রি ।
সরেজমিনে ৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে গিয়ে দেখা যায় সুলভ মূল্যে ডিম কিনতে দূর দূরান্ত থেকে আসছে নিম্নবিত্ত মানুষেরা।
বিলপুর গ্রাম থেকে আসা খোরশেদ আহমেদ নামে এক ক্রেতা জানান, দেশের এই পরিস্থিতিতে আমরা সাধারণ আয়ের মানুষেরা বিপাকে আছি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তার উপর মাংস তো জুটছেনা কপালে। তবে এখানে কম দামে ডিম পেয়ে ভালো লাগছে।
কৈখাইন থেকে আসা জাগির হোসেন বলেন, সিন্ডিকেটের কারণে ডিমের দাম বেড়ে যাওয়াতে চিন্তিত ছিলাম। এখানে কম দামে ডিম পেয়ে পরিবারের জন্য নিলাম।
চলমান ডিম বিক্রি পরিদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: সমরঞ্জন বড়ুয়া,উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ সালাউদ্দিন তানভীর,আনোয়ারা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক তানভীর হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক।
প্রাণিসম্পদ অফিসার ডা. সমরঞ্জন বড়ুয়া বলেন, ডিম বিক্রিতে আমরা মনে করছি একটা সিন্ডিকেট কাজ করছে। সেই সিন্ডিকেট ভাঙতে আমরা উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি দামে ডিম বিক্রি চলমান রয়েছে । প্রতিদিন উপজেলার বিভিন্ন জায়গায় এই ডিম বিক্রি করা হচ্ছে । এবং প্রাথমিকভাবে আমরা প্রতিটি জায়গায় ২হাজার ডিম বিক্রি করার পরিকল্পনা নিয়েছি। এমনকি যতদিন পর্যন্ত ভোক্তাদের ক্রয়ক্ষমতার জায়গায় আসবে না ততদিন পর্যন্ত আমরা এই কার্যক্রম চালু রাখব।