ফটিকছড়িতে বিএনপি নেতা ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদল আজমকে বহনকারী গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৮ অক্টোবর) রাত ১১ টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কস্থ ঝংকারের উত্তরে জনতা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
এর কিছু সময় পর হালদা নতুন ব্রিজ সংলগ্ন মাস্টার কমিউনিটি সেন্টারের সামনে ফের হামলা শিকার হয় তাঁর গাড়িটি। এ সময় স্থানীয়রা জড়িত সন্দেহে এক যুবককে আটক করে রাখে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় ।
এ বিষয়ে শহীদুল আজম বলেন রাতে পরিবার নিয়ে নিজের প্রাইভেটকারে করে বিবিরহাট থেকে শহরে চলে যাচ্ছিলাম। পতিমধ্যে নাজিরহাট ঝংকার মোড়ের উত্তরে পেট্রোল পাম্প এলাকায় গাড়িতে কেউ একজন আঘাত করে। তখন বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকি।
কিছুদুর যেতেই নতুন ব্রীজের দক্ষিণে একই কায়দায় হামলা চালানো হয়। এতে গাড়ির গ্লাস ও বডির বড় অংশ ক্ষতিগ্রস্থ হয়।
তিনি আরো বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে আমার গাড়ির উপর হামলা চালিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি নুর মোহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে এক যুবককে আটক করা হয়েছে। তবে এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি।