নির্বাচনের সাড়ে তিন বছর পর নির্বাচনি ট্রাইব্যুনালের রায়ে নির্বাচিত চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন শপথ নেবেন আগামী ৩ নভেম্বর।
স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ সেদিন মেয়রকে শপথ পড়াবেন বলে স্থানীয় সরকার বিভাগের এক চিঠিতে জানানো হয়েছে।
২০২১ সালের ২৭ জানুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডা. শাহাদাত হোসেন ধানের শীষ প্রতীকে পান ৫২ হাজার ৪৮৯ ভোট।
ভোটে কারচুপির অভিযোগ তুলে ফল বাতিল চেয়ে ওই মাসেই নির্বাচনি ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত। সরকার পরিবর্তনের পর এ বছরের ১ অক্টোবর সেই মামলার রায়ে শাহাদাতকে নির্বাচিত ঘোষণা করেন চট্টগ্রামের নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীন।
আদালতের রায় অনুযায়ী ইসি সচিবালয় ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট সংশোধনের বিজ্ঞপ্তি জারি করে। এরপরই তার শপথের উদ্যোগ নেওয়া হল।
সোমবার স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়, ৩ নভেম্বর বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে শপথ অনুষ্ঠান হবে।
প্রবল আন্দোলনের মধ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর সব সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলরদের অপসারণ করে প্রশাসক বসানো হয়েছিল। এখন কেবল চট্টগ্রাম সিটিতেই একজন মেয়র দায়িত্বে থাকবেন।