নগরের বায়েজিদ দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে বোস্তামি থানাধীন কুঞ্জছায়া আবাসিক এলাকায় এ সংঘর্ষ হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দু’গ্রুপের মারামারির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। সেখান থেকে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে।তারা পুলিশের হেফাজতে থানায় রয়েছে।