বিলাইছড়িতে কাপ্তাই তথ্য অফিস কর্তৃক শিশু, কিশোর – কিশোরী ও নারী উন্নয় সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় – শিশুর প্রতি সহিষ্ণুতা ও বাল্যবিবাহ প্রতিরোধে ধর্মীয় গুরু ও নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে, গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় ১নং ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা।
এছাড়াও উপস্থিত ছিলেন ১ বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ধর্মীয়গুরু: আর্য্যলঙ্কার মহাথেরো,দেবতিষ্য ভিক্ষু, মোয়াজ্জেম মো,জামাল উদ্দিন, অমর চক্রবর্তী (ঠাকুর),সাংবাদিক অসীম চাকমা, শিক্ষক, এনজিও কর্মী, মহিলা মেম্বার এবং ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন।
সভায় শিশু, কিশোর- কিশোরী, নারী উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ ও অন্যান্য ক্ষতিকর আচরণ পরিবর্তন করা। এছাড়াও শিশুর বেচেঁ থাকা, সুরক্ষা, মেধা বিকাশ, অংশগ্রহণ, বাস্তবায়ন ও মোবিলাইজেশনের অধিকার নিশ্চিত করা। এবং মাতৃগর্ভে ছেলে কিংবা মেয়ে বলা যাবে না। কোনো ভাবে ভ্রু হত্যা না করা। পরিকল্পিত পরিবার গঠন করা।
বক্তারা আরও বলেন,মেধা সম্পন্ন জাতি পেতে হলে অবশ্যই শিশুদের প্রতি যত্নবান হতে হবে। তাই উপজেলা প্রশাসন,ইউনিয়ন পরিষদ, শিক্ষক এবং প্রথাগত নেতার পাশাপাশি ধর্মীয়গুরু দের এগিয়ে আসার আহ্বান করা হয়।