শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ শনিবার। সকালে মন্দিরগুলোয় হবে কল্পারম্ভ ও বিহিতপূজা। পূজা শেষে যথারীতি থাকবে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ।
তিথি অনুসারে এবার দশমী পূজাও মহানবমীর দিনেই পড়েছে। ফলে নবমী বিহিত পূজার ক্ষণ শেষ হওয়ার পরই শুরু হবে দশমী বিহিতপূজা ও পরে দর্পণ বিসর্জন। পূজা শেষে যথারীতি পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় থাকছে ভোগ আরতি।
দেবী দুর্গার বিদায়ের সুরে এরইমধ্যে ভারাক্রান্ত হয়ে উঠেছে প্রতিটি মণ্ডপ। দেবীকে প্রাণ ভরে দেখে নিতে সকাল থেকেই ভিড় রয়েছে ভক্তদের।
শাস্ত্রমতে, এবার দেবীর আগমন ঘটেছে দোলায়, ফিরে যাবেন ঘোড়ায় চড়ে। এ বছর সারা দেশের প্রায় ৩২ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত বুধবার শুরু হয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসব। গতকাল শুক্রবার পূজা-অর্চনার মাধ্যমে মহাঅষ্টমী উদযাপন করা হয়। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্যদিয়ে এবারের দুর্গোৎসব শেষ হবে।