বর্তমান তরুণ প্রজন্মকে বই পড়তে উদ্বুদ্ধ করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আনোয়ারা উপজেলায় প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে উন্মুক্ত পাঠাগারে লাইব্রেরী এক্স।
সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী ও তরুণ লেখক মোহাম্মদ বোরহান উদ্দিনের প্রতিষ্ঠায় লাইব্রেরী এক্স পরিচালনা করবেন মুনতাসিন হেলাল রাফি।
এর ফলে অনলাইন ও অফলাইন ভিত্তিক বিনামূল্যে বই পাঠের সুযোগ সৃষ্টি হবে। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করার কথা জানিয়েছে লাইব্রেরি এক্স এর পরিচালক।
এ বিষয়ে জানতে চাইলে হেড অফ কিপার তাইছির জোবায়ের বলেন, আমাদের কাছে যেসব বই স্টক থাকবে, তার তালিকা আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। পাঠকরা আমাদের কাছ থেকে সে বইগুলো বিনামূল্যে নির্দিষ্ট সময়ের জন্য নিতে পারবে। তাছাড়া আমরা স্কুল কলেজ পর্যায়ে ক্যাম্পেইন করবো যেখানে হচ্ছে বই পড়তে উদ্বুদ্ধ করা হবে এবং কুইজ দেয়া হবে।
টেকনোলজি কো-অর্ডিনেটর আদিয়াত চৌধুরী আকিব বলেন, অফলাইনের পাশাপাশি আমাদের টার্গেট হচ্ছে যারা অনলাইনে বই পড়তে ইচ্ছুক তারা আমাদের ওয়েব সাইটে গিয়ে বিনামূল্যে বই পড়তে পারবে। এর পাশাপাশি নিজের ছড়া, কবিতা, প্রবন্ধ, গল্প, লিখে আমাদেরকে দিতে পারবে; যা আমাদের ওয়েব সাইটে প্রকাশিত হবে।
লাইব্রেরী এক্সের প্রতিষ্ঠাতা ও সিইও জানান, বর্তমান তরুণ মোবাইলে আসক্ত, মোবাইলের আসক্তিটা কাটানোর জন্য বই একমাত্র অগ্রণী ভূমিকা পালন করবে আমি মনে করি। বই হবে তরুণ প্রজন্মের পরম বন্ধু।
লাইব্রেরী এক্স শুরুর দিকে আনোয়ারা উপজেলা কেন্দ্রিক হলেও পরবর্তীতে আরো পরিধি বাড়ানোর কথা বলছে পরিচালক মুনতাসিন হেলাল রাফি। তিনি বলেন, বর্তমানে আমরা ইউনিয়ন ভিত্তিক কিপার নিয়োগ দিলেও এটা আনোয়ারা উপজেলা ছাড়িয়ে অন্যান্য উপজেলা হতে জেলা ছাড়িয়ে যাবে বলে আশা করছি।