মিল্কিওয়েতে সৌরজগতের মতো আরো একটা জগত আছে। সেটা প্রক্সিমা জগত। এ জগতে জীবের বাসযোগ্য গ্রহটি হলো প্রক্সিমা বি।
প্রক্সিমা-বি তে ছোট বড় মিলিয়ে মোট ৫৬টি দেশ আছে। এর মধ্যে অন্যতম মেশ হলো প্রোকিতাই। প্রতি শতাব্দীতে প্রক্সিমা বি তে ভয়াবহ মহামারি আসে। এতে করে লক্ষ লক্ষ এলিয়েন মারা যায়। কিন্তু তাদের চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে অতিদ্রুত তারা আবার এ বিপদ কাটিয়েও ওঠে। অত্যন্ত নিখুঁত পরিকল্পনার মাধ্যমে তারা আবার দেশগুলো সাজিয়ে তোলে। কিন্তু একটা দেশ ব্যতিক্রম সেটি হলো প্রোকিতাই ।
তারা জ্ঞান-বিজ্ঞানে তেমন উন্নত নয়, তাদের দেশে শিক্ষার কোন দাম নেই কিন্তু অর্থ ও ক্ষমতার যথেষ্ট দাম আছে। খাও দাও ফূর্তি করা আর তেলমারা স্বভাবের এরিয়েনদের বাস সে দেশে। সর্বশেষ মহামারির পর ঐ গ্রহের সবগুলো দেশ যখন নতুনরূপে জেগে উঠল তখন প্রোকিতাই এক চরম ভূল করে বসল। তারা তাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে ফেলল। এই পরিবর্তনের কারণে শিক্ষক, ছাত্র ও অভিভাবক এই তিন শ্রেণীর মধ্যে একটা হতাশা তৈরি হলো। তারা এটা বুঝতে পারেনি। এছাড়াও খাও দাও ফূর্তি করা টাইপের এলিয়েন হওয়াতে শিক্ষকদের জোর করে ক্লাসে পাঠাতে হতো, শিক্ষার্থীদের জোর করে পড়া শেখাতে হতো। শিক্ষক-শিক্ষার্থী সবাই রিলাক্স মুডে থাকতে শুরু করে।
মহামারির কারণে যে লার্নিং লস হয়েছে তা কাটিয়ে না উঠে বরং নতুন করে লার্নিং লসে পড়তে হলো।
এত করে শিক্ষার মান দিনদিন কমতে লাগল। প্রায় বিশ বছর পর যখন তারা তাদের ভুল বুঝতে পেরেছিল তখন তারা ঐ গ্রহে সবচেয়ে নির্বোধ জাতিতে পরিণত হলো।
পরিশেষে বলতে চাই,
মান ও হুশ
এ দু’য়ে মিলে হয় মানুষ