শুকলাল দাশ
বঙ্গবন্ধুকন্যা তুমি জেগে আছো-তাই থাকো
জাগবে বাঙালি দ্বিধাহীন ভাবে যখনই তুমি ডাকো।
আজো কাটাও নির্ঘুম রাত সুখকে দিয়েছো ছুটি
তুমি দেশের গণ মানুষের আশা ভরসার খুঁটি।
প্রাণের মায়া তুচ্ছ করে গড়েছো তুমি দেশ
রাজাকারের বাচ্চারা আজ করছে সবই শেষ
মা-বাবা-ভাই কতো স্বজনের রক্তের ধারা ক্ষয়ে
ভয়াল আঁধার পেরিয়ে এসেছো নূতন সূর্যোদয়ে।
মুক্তিযুদ্ধের শাণিত চেতনা ছড়ালে দেশ ও গাঁয়ে
বাঙালির হলো নবযাত্রা মঙ্গলতর নায়ে।
দিক-চারদিকে সংঘাত ভারি-তুমি ছিলে অবিচল
এক সূত্রে দৃঢ় বন্ধনে বেঁধেছো দেশ ও দল।
তুমি অনন্য-তুমি দ্বিধাহীন দু’চোখে স্বপ্ন মাখা
বাংলাদেশকে বিশ্বে চেনালে আর নয় পিছু থাকা।
বাংলাদেশের স্বপ্নালু দিন এনেছো নূতন ভোর
শেখ হাসিনা-বরেণ্য তুমি খুলেছো সোনালি দোর।