ছিন্নমূল হৃদয়
আয়েশা আকতার চৌধুরী
চাই না আর…………..
ভাসা মনের ঘরে
কাঁচা বুকের বাসা
দু’দিনেই ঘুনে খায়,
হৃদয় আবার ঘুরেফিরে
ছিন্নমূল হয়ে যায় ।
চাই না আর……………
ছল মিশানো তরল ভালবাসা
ক’দিন এদিকে গড়ায়
ক’দিন ওদিকে গড়ায়
এক হৃদয়ে বাঁধেনা বাসা
শুধু শুধু কষ্ট ছড়ায়।