শোকের মাস আগস্টের শুরু থেকেই ১৫ দিনব্যাপী চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান-শৈলী প্রকাশন ’বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শিরোনামে সেমিনার, কবিতা ও ছড়া পাঠ, আবৃত্তি এবং বইমেলার আয়োজন করেছে।
নগরীর কদমমোবারক বাই লেইনে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই অনুষ্ঠানমালা।
‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শিরোনামে ১৫ দিনের সমগ্র আয়োজনের উদ্বোধন করবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন দেশের খ্যাতিমান বাচিক শিল্পী আয়েশা হক শিমু ও মর্জিনা আখতার। ১৫দিন ব্যাপী অনুষ্ঠানমালার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন দেশের খ্যাতিমান শিশুসাহিত্যিক-বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি-সাংবাদিক রাশেদ রউফ। এছাড়াও আছেন সংগঠক এম কামাল উদ্দিন ও লেখক-সাংবাদিক আরিফ রায়হান।
১৫ দিন ব্যাপী খসড়া অনুষ্ঠানমালা :
১ আগস্ট বৃহস্পতিবার
সেমিনারের বিষয় : শিক্ষার প্রসারে বঙ্গবন্ধুর অবদান
মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ড. সেলিনা আখতার। সভাপতিত্ব করবেন ড. মোহীত উল আলম।
আলোচক থাকবেন প্রফেসর রেজাউল করিম, প্রফেসর হাসানুল ইসলাম, অধ্যাপক কানাই দাশ, মো. মাজহারুল হক। সূচনা বক্তব্য দেবেন আমিনুর রশীদ কাদেরী
২ আগস্ট শুক্রবার
বিষয় : বঙ্গবন্ধু ও ফোকলোর ভাবনা
মূল প্রবন্ধ : প্রফেসর ড. মোহাম্মদ শেখ সাদী
সভাপতি : প্রফেসর ড. মোঃ আবুল কাসেম
আলোচক : প্রফেসর ড. আহমেদ মাওলা, রিজোয়ান মাহমুদ, শাকিল আহমদ, নাসির উদ্দিন হায়দার।
সূচনা বক্তব্য : হেলাল চৌধুরী।
কবিতা পাঠ : আবসার হাবীব, শুক্লা ইফতেখার, আকতার হোসাইন, খালেদ হামিদী, সাজিদুল হক, ফারহানা আনন্দময়ী, রিমঝিম আহমেদ, অনুপমা অপরাজিতা, রেহেনা মাহমুদ, তাপস চক্রবর্তী।
৩ আগস্ট শনিবার
বিষয় : বঙ্গবন্ধু ও স্বপ্নের স্মার্ট বাংলাদেশ
মূল প্রবন্ধ : প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব।
সভাপতি : প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
আলোচক : অধ্যক্ষ এস এম ওমর ফারুক, অধ্যাপক আলমগীর মোহাম্মদ, রেজাউল করিম স্বপন, মোহাম্মদ জহির।
সূচনা বক্তব্য : দীপক বড়ুয়া।
কবিতা পাঠ: আবু তাহের মুহাম্মদ, ইউসুফ মুহম্মদ, বিজন মজুমদার, কাসেম আদনান, রাহগীর মাহমুদ, জাহাঙ্গীর আজাদ, শাহীন মাহমুদ, সারাফ নাওয়ার, বনশ্রী বড়ুয়া, প্রতিমা দাশ, জেসমিন জেসী।
৪ আগস্ট রবিবার
বিষয় : সর্বস্তরে বাংলা ভাষা প্রচলনে বঙ্গবন্ধু
মূল প্রবন্ধ : ড. শ্যামল কান্তি দত্ত
সভাপতি : অভীক ওসমান
আলোচক : প্রফেসর অঞ্জন নন্দী, ড. ইলু ইলিয়াস, কাজী রুনু বিলকিস, অধ্যাপক বিচিত্রা সেন।
সূচনা বক্তব্য : অরুণ শীল।
কবিতা পাঠ: সাথী দাশ, কমলেশ দাশগুপ্ত, আজিজ রাহমান, আ ফ ম মোদাচ্ছের আলী, আবু তালেব বেলাল, অমিত বড়ুয়া, আখতারুল ইসলাম, আজিজ কাজল, অপু বড়ুয়া, অপু চৌধুরী।
৫ আগস্ট সোমবার
বিষয় : সুফিবাদ ও বঙ্গবন্ধু এবং স্বাধীনতা সংগ্রামে মাইজভান্ডার দরবার শরিফের ভূমিকা
মূল প্রবন্ধ : ড. আবদুল আজিম শাহ্।
সভাপতি : ড. সেলিম জাহাঙ্গীর।
আলোচক : মুহাম্মদ শামসুল হক, খুরশীদ আনোয়ার, শামসুল আরেফীন, অধ্যাপক আয়েশা পারভীন চৌধুরী।
সূচনা বক্তব্য : এসএম মোখলেসুর রহমান।
কবিতা পাঠ : আবু মুসা চৌধুরী, আশীষ সেন, এমরান চৌধুরী, আলী প্রয়াস, আলমগীর হোসাইন, ইলিয়াস হোসেন, ইসমাইল জসীম, কানিজ ফাতিমা, কুতুবউদ্দিন বখতেয়ার, খালেছা খানম।
৬ আগস্ট মঙ্গলবার
বিষয় : বঙ্গবন্ধুর মহানুভবতা
মূল প্রবন্ধ : প্রফেসর ড. উদিতি দাশ সোমা।
সভাপতি : প্রফেসর ড. শিরীণ আখতার।
আলোচক : মুহাম্মদ মুজিবুর রহমান, খালেদা আক্তার চৌধুরী, সুলতানা নুরজাহান রোজী, খনরঞ্জন রায়।
সূচনা বক্তব্য : মুহাম্মদ মহসীন চৌধুরী।
কবিতা পাঠ : জসীম মেহবুব, জিন্নাহ চৌধুরী, কেশব জিপসী, জুবাইর জসীম, তালুকদার হালিম, গৌরীপ্রভা দাশ, গৌতম কানুনগো, চাঁদ সুলতানা নকশী, নাজনীন লাকী।
৭ আগস্ট বুধবার
বিষয় : বঙ্গবন্ধু ও গণমাধ্যম
মূল প্রবন্ধ : প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ।
সভাপতি : নাসিরুদ্দিন চৌধুরী।
আলোচক : বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, জসীম চৌধুরী সবুজ, শুকলাল দাশ।
সূচনা বক্তব্য : বিপুল বড়ুয়া।
কবিতা পাঠ: নাজিমুদ্দীন শ্যামল, নিশাত হাসিনা শিরিন, বিকিরণ বড়ুয়া, পুষ্পিতা সেন, নাটু বিকাশ বড়ুয়া, তারিফা হায়দার, নান্টু বড়ুয়া, নাসিম আখতার রীনা, জোনাকী দত্ত, জাহানারা মুন্নী, মিতা দাশ, সুচিত্রা ভট্টাচার্য।
৮ আগস্ট বৃহস্পতিবার
বিষয় : বঙ্গবন্ধুর নাট্যচিন্তা
মূল প্রবন্ধ : ড. মো. মোরশেদুল আলম।
সভাপতি : রবিউল আলম।
আলোচক : মিলন কান্তি দে, শিশির দত্ত, সনজীব বড়ুয়া, সাইফুল আলম বাবু
সূচনা বক্তব্য : কাসেম আলী রানা।
কবিতা পাঠ : বিদ্যুৎ কুমার দাশ, মনজুর আহমেদ, ফারজানা রহমান শিমু, প্রদ্যোত কুমার বড়ুয়া, জি এম জহির উদ্দীন, নীল রতন দাশগুপ্ত, ফারহানা ইসলাম রুহী, ফারজানা আজিম, তসলিম খাঁ, তানজিনা রাহী।
৯ আগস্ট শুক্রবার
বিষয় : স্বাস্থ্য-ব্যবস্থা ও চিকিৎসা-বিজ্ঞানে বঙ্গবন্ধুর অবদান
মূল প্রবন্ধ : প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী।
সভাপতি : প্রফেসর (ডা.) প্রভাত চন্দ্র বড়ুয়া।
আলোচক : প্রফেসর ডা. প্রবীর কুমার দাশ, প্রফেসর ড. জিললুর রহমান, ডা. ভাগ্যধন বড়ুয়া।
সূচনা বক্তব্য : ডা. সরওয়ার কামাল পাশা।
কবিতা পাঠ : লিটন কুৃমার চৌধুরী, লিপি বড়ুয়া, সুবর্ণা দাশ মুনমুন, রায়হানা হাসিব, মারজিয়া খানম সিদ্দিকা, মির্জা মোহাম্মদ আলী, মোহিনী সংগীতা সিংহ, মাইছুরা ইসফাত, হাসিবুল আলম।
১০ আগস্ট শনিবার
বিষয় : পার্বত্য চট্টগ্রামে বঙ্গবন্ধু
মূল প্রবন্ধ : ড. আজাদ বুলবুল।
সভাপতি : প্রফেসর রীতা দত্ত।
আলোচক : অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, হাফিজ রশিদ খান, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, অধ্যাপক ববি বড়ুয়া।
সূচনা বক্তব্য : জাহাঙ্গীর মিঞা।
কবিতা পাঠ : মর্জিনা আখতার, শহীদুল্লাহ শাহরিয়ার, শারুদ নিজাম, শামীম ফাতেমা মুন্নী, শিরিন আফরোজ, শিপ্রা দাশ, শেখ মঈনুল হক চৌধুরী জোসেফ, শর্মিষ্ঠা চৌধুরী, রেহেনা আকতার, শর্মি বড়ুয়া।
১১ আগস্ট রোববার
বিষয়: নারীর ক্ষমতায়ন ও নারী প্রগতির অগ্রগতিতে বঙ্গবন্ধুর অবদান
মূল প্রবন্ধ : ড. আনোয়ারা আলম।
সভাপতি : চেমন আরা তৈয়ব।
আলোচক : অধ্যাপক ফাউজুল কবির, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, জিনাত আজম, মাহবুবা চৌধুরী।
সূচনা বক্তব্য : আবুল কালাম বেলাল।
কবিতা পাঠ : সৈয়দ খালেদুল আনোয়ার, সৈয়দ জিয়াউদ্দিন, সাঈদুল আরেফীন, সনজিত দে, সিমলা চৌধুরী, সুমি দাশ, সেলিম তালুকদার আকাশ, সৈয়দা করিমুননেসা, শরণংকর বড়ুয়া, তহুরা পিংকি।
১২ আগস্ট সোমবার
বিষয়: বাংলাদেশের শিল্প-উন্নয়নে বঙ্গবন্ধুর চিন্তাধারা
মূল প্রবন্ধ : প্রফেসর ড. নারায়ন বৈদ্য।
সভাপতি : প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম।
আলোচক : প্রফেসর হোসাইন কবির, বিকাশ চৌধুরী বড়ুয়া, খালেদা আউয়াল, নেছার আহমদ।
সূচনা বক্তব্য : জসিম উদ্দিন খান।
কবিতা পাঠ : আমানউদ্দিন আবদুল্লাহ, আনোয়ারুল করিম, সুমনা বড়ুয়া, সৈয়দা সেলিমা আক্তার, সুপলাল বড়ুয়া, পারভীন আকতার, সৌভিক চৌধুরী, নাহিদা খানম, স্মরণিকা চৌধুরী, সোমা মুৎসুদ্দী, হৈমন্তী তালুকদার, মিতা পোদ্দার।
১৩ আগস্ট মঙ্গলবার
বিষয়: বঙ্গবন্ধুর প্রকৃতি ও পরিবেশচিন্তা
মূল প্রবন্ধ : ড. শামসুদ্দিন শিশির
সভাপতি : প্রফেসর ড. মহীবুল আজিজ
আলোচক : প্রফেসর আলেক্স আলীম, শ ম বখতিয়ার, নাসের রহমান, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী,
সূচনা বক্তব্য : অধ্যাপক গোফরান উদ্দীন টিটু
কবিতা পাঠ : উৎপলকান্তি বড়ুয়া, সাইফুদ্দিন আহমদ সাকী, শওকত আলী সুজন, সালাম সৌরভ, সুসেন কান্তি দাশ, শিউলী নাথ, শেলীনা আকতার খানম, সাইফুল্লাহ কায়সার, শ্রাবন্তী বড়ুয়া, সরওয়ার আরমান, রাসু বড়ুয়া
১৪ আগস্ট বুধবার
বিষয়: বঙ্গবন্ধুর আদর্শের ছায়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি
মূল প্রবন্ধ : ড. ফরিদুল আলম।
বিষয়: বঙ্গবন্ধুর আদর্শের ছায়ায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি
সভাপতি : প্রফেসর ড. মো. সেকান্দার চৌধুরী।
আলোচক : প্রফেসর মুজিব রাহমান, কামরুল হাসান বাদল, অধ্যাপক বাসুদেব খাস্তগীর, অধ্যাপক পিংকু দাশ।
সূচনা বক্তব্য : এস এম আবদুল আজিজ।
কবিতা পাঠ : ওবায়দুল সমীর, আনোয়ারুল হক নূরী, তানভীর হাসান বিপ্লব, বিভা ইন্দু, নূরনাহার নিপা, কল্যাণ বড়ুয়া, প্রদীপ ভট্টাচার্য, বিলাস কান্তি দাস, বিশ্বজিৎ বড়ুয়া, মাহবুবা ছন্দা, রাজন বড়ুয়া, কাজী নাজরিন, জায়তুন্নেসা জেবু।
১৫ আগস্ট বৃহস্পতিবার
১৫ই আগস্টের বিশেষ আলোচনা :
বিকেল ৬টা : আলোচনার বিষয় : ‘বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’
সভাপতি : অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা।
আলোচক : প্রফেসর সালমা রহমান, অধ্যাপক ফাতেমা জেবুন্নেসা, রূপক কুমার রক্ষিত, ড. সবুজ বড়ুয়া শুভ, অধ্যাপক ডা.কল্যাণ বড়ুয়া, ফেরদৌস আরা রীনু, রুনা তাসমিনা, ইফতেখার মারুফ, মিলন বনিক, গাজী মো. নুরুদ্দীন
সেমিনারের বিষয়: বঙ্গবন্ধু ও সমাজতত্ত্ব
মূল প্রবন্ধ : প্রফেসর ড. ওবায়দুল করিম।
সভাপতি : প্রফেসর ড. অনুপম সেন।
আলোচক : আলম খোরশেদ, এজাজ ইউসুফী, তহুরীন সবুর ডালিয়া, মৃণালিনী চক্রবর্তী।
সূচনা বক্তব্য : নিজামুল ইসলাম সরফী।
’বাঙালির ধ্রুবতারা বঙ্গবন্ধু’ শিরোনামে ১৫দিন ব্যাপী অনুষ্ঠানের পোস্টারটি ডিজাইন করেছেন দেশের খ্যাতিমান প্রচ্ছদ শিল্পী মোমিন উদ্দীন খালেদ।