রাঙামাটির কাপ্তাইয়ে কারফিউতে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এসময় কাপ্তাই রেশম বাগান পুলিশ চেকপোস্ট, উপজেলা সদর, কাপ্তাই লগগেইট, নতুনবাজার সহ বিভিন্ন এলাকায় পুলিশ এর সজাগ উপস্থিতি লক্ষ্য করা গেছে। এসময় পুলিশি চেক ব্যতিত কোন ব্যক্তিকে সড়কে চলাচল করতে দেওয়া হয় নাই। এছাড়া সড়কে সীমিত সংখ্যক গাড়ি চলাচল করতে দেখা গেলেও লোকজনের উপস্থিতি কম ছিল।
এদিকে মঙ্গলবার (২৩ জুলাই) কারফিউ শিথিল করার পরও রেশমবাগান পুলিশ চেকপোস্টে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সর্তক অবস্থায় দেখা যায়।
এসময় কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, কাপ্তাইসহ সমগ্র রাঙামাটির পরিস্থিতি বেশ ভালো। রাঙামাটি জেলা পুলিশ সুপার মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় আমাদের পুলিশ সদস্যরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন। এই পর্যন্ত কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটে নাই।
কাপ্তাই থানার ওসি আবুল কালাম বলেন, আমরা সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক সমগ্র থানা এলাকায় টহল বৃদ্ধি করেছি, এছাড়া উপজেলার প্রতিটি গুরুত্বপূর্ণ সড়ক এবং স্থাপনায় পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি শান্ত রয়েছে, কোন অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা নেই।
কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মহিউদ্দিন বলেন, কার্যত কারফিউ জারির পর হতে কাপ্তাইয়ে কোন অঘটন ঘটে নাই। বলতে গেলে শান্ত রয়েছে কাপ্তাই। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলোতে আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ হতে সবসময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মনিটরিং করা হচ্ছে। আমরা এই বিষয়ে বেশ সজাগ আছি।