বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

মেসির জন্য বিশেষ নিয়ম: আর্জেন্টিনার কোচ স্কালোনি জানালেন দলের নির্বাচনী নীতিমালা

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি ঘোষণা দিয়েছেন, জাতীয় দলে জায়গা পেতে হলে সাধারণত ফুটবলারদের ক্লাবের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এই নিয়মের আওতায় থাকবেন না লিওনেল মেসি, যাকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের এক অমর নায়ক হিসেবে গণ্য করা হয়। স্কালোনির এই সিদ্ধান্তটি ফুটবলবিশ্বে ব্যাপক আলোচনা তৈরি করেছে, যেখানে মেসির অবদানের গুরুত্ব ও তার অনন্য স্থানকে তুলে ধরা হয়েছে।

গত কোপা আমেরিকার পর থেকে আর্জেন্টিনার ফুটবল শিডিউল বেশ জমাট ছিল এবং ম্যাচগুলোও একে অপরের খুব কাছে ছিল। সেই কারণে স্কালোনি জানিয়ে দেন, দল নির্বাচনে চেনা রীতি থেকে সরে এসে সেসময় তিনি তার স্কোয়াডের নির্বাচনে পরিবর্তন আনেন। তবে এখন থেকে, কোচ জানিয়েছে যে তারা শুধুমাত্র ক্লাবের পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলের ফুটবলার নির্বাচন করবেন। স্কালোনি বলেন, “এখন থেকে ক্লাবের পারফরম্যান্স দেখেই আমরা সিদ্ধান্ত নেব। কোপা আমেরিকার পর যেহেতু ম্যাচগুলো খুব কাছাকাছি ছিল, নতুন কাউকে যোগ দেওয়ার জন্য তেমন সময় ছিল না। তবে এখন থেকে নিয়মিতভাবে দল নির্বাচন করা হবে।”

তবে এখানে একটি ব্যতিক্রমী নিয়মই আছে। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে না। আর্জেন্টিনার কোচ আরও যোগ করেন, “লিওর ক্ষেত্রে, বিষয়টি একটু ভিন্ন। সে সব সময়ই আমাদের সঙ্গে থাকবে, যখন সে বিশ্রামে থাকবে (ক্লাবের জন্য), তখনও সে জাতীয় দলে খেলবে। এটা তার অবিশ্বাস্য দক্ষতা এবং জাতীয় দলে তার অবদানকে মূল্যায়ন করেই করা হয়েছে।” স্কালোনি জানিয়ে দেন, মেসি জাতীয় দলের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ, এবং সে যতই ক্লাবের জন্য বিশ্রামে থাকুক, আর্জেন্টিনা দলে তার উপস্থিতি নিশ্চিত।

মেসির অতীত সাফল্য ও গুরুত্ব

মেসির জন্য বিশেষ নিয়মের পেছনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও অসামান্য সাফল্যের বিষয়টি গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ এবং কোপা আমেরিকার শিরোপা জয়ী এই ফুটবলার আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এক অনন্য স্থান অধিকার করে আছেন। স্কালোনি মেসির প্রতি তার আস্থার কথা আরও স্পষ্টভাবে জানিয়েছেন, “লিওর অবদান অবিশ্বাস্য। কোপা আমেরিকায় তার নেতৃত্বেই আমরা শিরোপা জিতেছিলাম। চোটের কারণে কিছুদিন বাইরে থাকলেও সে সবসময়ই আমাদের সঙ্গে ছিল, এবং যখনই সে মাঠে থাকে, তার প্রভাব সব জায়গায় স্পষ্ট।”

স্কালোনি বলেন, মেসির খেলা দেখেই পুরো দলের মান নির্ধারণ করা হয় এবং তার নেতৃত্বে দল সর্বদা শক্তিশালী থাকে। গত বছর ২২ ম্যাচে ইন্টার মায়ামির হয়ে ২১ গোল ও ১১ অ্যাসিস্টের মাধ্যমে মেসি মেজর লিগ সকারের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ মনোনয়ন পেয়েছেন। তবে ক্লাবের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মায়ামি প্লে-অফে ছিটকে যাওয়ার পর মেসির আর ক্লাবের হয়ে ম্যাচ খেলার সুযোগ নেই ফেব্রুয়ারির আগে।

বিশ্বকাপ বাছাই এবং আর্জেন্টিনার ভবিষ্যৎ

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই পর্বে বর্তমানে মেসি ৬ গোলের সঙ্গে শীর্ষে আছেন এবং দুটি গোলের সহায়তাও করেছেন। এটি প্রমাণ করে যে, মেসি এখনো আন্তর্জাতিক ফুটবলে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে কাজ করছেন। তার নেতৃত্বে আর্জেন্টিনা বিশ্বকাপে তৃতীয় শিরোপা জয়ের জন্য দৃঢ়প্রতিজ্ঞ।

স্কালোনি জানান, জাতীয় দলের প্রতি মেসির এই অবদান ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দিতে পারে। আর্জেন্টিনার সমর্থকরা এই সময়েও মেসির জন্য সমর্থন দিয়ে চলেছে এবং তার জন্য তৈরি রয়েছে ভরপুর প্রেরণা। পেরুর বিপক্ষে আসন্ন ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আর্জেন্টিনার দল মেসির অধীনে আরও একবার বিশ্বকাপে শিরোপা জয়ের পথ অনুসরণ করবে।

চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ

এখন যেহেতু আর্জেন্টিনার দল সারা বছরই ক্লাব ফুটবল এবং আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ব্যস্ত থাকে, স্কালোনি জানিয়ে দেন যে, দলের সবার জন্য একটি অভ্যস্ত রুটিন অনুসরণ করা হবে। তবে মেসির জন্য এই নিয়মের বিশেষ সুবিধা তাকে আরও উদ্দীপ্ত করবে এবং তার প্রতি আর্জেন্টিনার ভক্তদের আবেগকে আরও শক্তিশালী করবে।

শেষ পর্যন্ত, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি এই ঘোষণার মাধ্যমে পরিষ্কার করেছেন যে, আর্জেন্টিনার ফুটবল দল মেসির উপস্থিতিতে কোনো সীমাবদ্ধতা নয়, বরং তার নেতৃত্বে আন্তর্জাতিক ফুটবল ইতিহাসে আরও এক ধাপ এগিয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ভোটার হতে গিয়ে ‘নকল’ পিতাসহ রোহিঙ্গা নারী আটক

 ভুয়া তথ্য দিয়ে  জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) এর ছবি...

জরায়ুমুখ ক্যান্সারের টিকা পেয়েছে ৯৩% কিশোরী

সারাদেশে ৫৬ লাখ কিশোরী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি...

সকলেই আন্তরিক হলে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে কর্ণফুলী এরিয়া প্রেগ্রাম-ওয়ার্ল্ড...

বিলাইছড়িতে উপজেলা পর্যায়ে অর্থনৈতিক শুমারির কার্যক্রম শুরু

রাঙ্গামাটি জেলার বিলাইছড়িতে উপজেলায় নির্বাহী অফিসের তথ্য সংগ্রহের মাধ্যমে...

নিউমার্কেট এলাকায় রেলওয়ের ভূমিতে অবৈধ দোকান উচ্ছেদ

নগরীর নিউমার্কেট এলাকায় রেলওয়ের ভূমিতে অবৈধভাবে কাঠামো নির্মাণকৃত দোকান...

আবু সায়েম চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

চট্টগ্রামের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আবু সায়েম...

আরও পড়ুন

ভারতকে হারিয়ে এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ

ভারতকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ‘ব্যাক টু ব্যাক’ শিরোপা জিতেছে বাংলাদেশ যুব দল। ফাইনালে ভারতকে ৫৯ রানে হারিয়ে এই আসরের শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় ধরে...

নেপালকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

এশিয়া কাপে এবারও চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে আরব আমিরাতে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যুব এশিয়া কাপে দলটির শুরুটাও হয়েছে দুর্দান্ত।...

৫ উইকেটে জয় তুলে নিল বাংলাদেশ

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হারিয়ে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে স্বাগতিক টাইগ্রেসরা। এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ওয়ানডে সিরিজ নিশ্চিত করল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে...

শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন অটল ছাপ্পান্ন

রাঙামাটি রিজিয়নের  কাপ্তাই সেনা জোন অটল ছাপ্পান্ন এর ব্যবস্থাপনায়  শহীদ মুগ্ধ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে কাপ্তাই অটল ছাপ্পান্ন । বুধবার (২৭ নভেম্বর) ...