গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Thursday, 9 May 2024

কর্ণফুলীতে ৭ দিনে ২০০ পেনশন স্কিম, প্রশাসনের অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

‘সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন’ এ শ্লোগানকে সামনে রেখে প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ব্যতিক্রমী নানা আয়োজন করেছেন উপজেলা প্রশাসন।

রোববার (৭ এপ্রিল) কর্ণফুলী উপজেলা প্রশাসনের হলরুমের রেজিষ্ট্রেশন বুথের নানা কার্যক্রমের চিত্রে পর্যবেক্ষণে এমনটাই দেখা গেছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুমা জান্নাত ও সহকারি কমিশনার ভূমি পিযুষ কুমার চৌধুরী’র সাড়া জাগানো প্রচারে একীভূত হয়ে স্বতঃস্ফূর্তভাবে গ্রামের লোকজন এগিয়ে আসতে শুরু করেছে সার্বজনীন পেনশন স্কিম চালু করতে।

এ উপলক্ষে প্রতিদিনই কর্ণফুলী উপজেলা পরিষদে এবং প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে রেজিষ্ট্রেশন বুথের মাধ্যমে কার্যক্রম চালু রেখেছেন উপজেলা প্রশাসন।

সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানো হচ্ছে সর্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বছর বয়সী সকল বাংলাদেশি নাগরিক অংশ নিতে পারবেন। এছাড়াও পঞ্চাশোর্ধ ব্যক্তিও নিরবচ্ছিন্ন ১০ বছর পেনশনের জন্য চাঁদা প্রদান করে পেনশনার হতে পারবেন।

ইতিমধ্যে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর গ্রামে সর্বজনীন পেনশন স্কিমের জন্য মেগা ক্যাম্পের আয়োজন করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার। এ মেগা ক্যাম্পে তিনি স্পট পেনশন স্কিমের জন্য রেজিষ্ট্রেশনের ব্যবস্থাও করেছেন।

পাশাপাশি উপজেলা বাস্তবায়ন ও সমন্বয় কমিটির মাধ্যমে প্রতিটি মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে এক মতবিনিময় সভা করেছেন কর্ণফুলী প্রশাসন। সভায় সর্বজনীন পেনশন স্কিম এর বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করে রেজিস্ট্রেশন সম্পন্ন করার সুযোগ সৃষ্টি করেছেন।

তথ্য বলছে, কর্ণফুলী উপজেলা চত্বরে বসানো পেনশন স্কিমের রেজিস্টেশন বুথ এরইমধ্যে মাত্র ৫/৬ দিনে মাঠের কার্যক্রমে দুই শতাধিক মানুষ পেনশন স্কিমের জন্য রেজিস্ট্রেশন করেন। যতই দিন যাচ্ছে মানুষের আগ্রহ বাড়ছে।

এ প্রসঙ্গে কর্ণফুলী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সাধারণ জনগণ ও প্রবাসীদের জন্য যে সার্বজনীন পেনশন স্কিমটি চালু করেছেন, তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কর্ণফুলী উপজেলা প্রশাসন কাজ করছেন। নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন তা প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দিচ্ছে কর্ণফুলী প্রশাসন।’

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত বলেন, ‘জনগণকে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে সরকারের এই মহতী উদ্যোগকে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই উপজেলায় শতভাগ মানুষকে পেনশন স্কিমের আনতে সবার সহযোগিতা কামনা করছি। পেনশন স্কিমের আওতায় এনে কর্ণফুলী উপজেলাকে দেশের একটি মডেল উপজেলায় পরিণত করব।’

তিনি আরও বলেন, ‘ইতিমধ্যেই দুই শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছেন। পরবর্তীতে উপজেলার সব মানুষকে পেনশন স্কিমের আওতায় আনা হবে।’

সর্বশেষ

হাড্ডাহাড্ডি লড়াইয়ে আতাউরকে হারিয়ে মিরসরাইয়ে নয়নের জয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক সমাজ গড়ার সংস্কারক হিসেবে কাজ করেছেন: বিভাগীয় কমিশনার 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ...

কক্সবাজার সদরে মুজিবুর রহমানকে হারিয়ে চমক দেখালেন নুরুল আবছার

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ...

বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক: পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্তকে...

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা...

সীতাকুণ্ডে বেসরকারিভাবে আরিফুল আলম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত

প্রথম ধাপে সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বেসরকারিভাবে আরিফুল আলম চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত

প্রথম ধাপে সীতাকুণ্ড উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়তে শুরু...

বাবা মা’র সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা

চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় মা বাবার সঙ্গে অভিমান করে এক তরুণী আত্মহত্যা করেছে। নিহত তরুণীর নাম প্রিয়া আকতার (১৮)।বুধবার (৮ মে) সকাল সাড়ে ১০টার...

মিরসরাইয়ে জাল ভোটের অভিযোগ, তিন নির্বাচনী কর্মকর্তা আটক

মিরসরাইয়ে উপজেলা নির্বাচনে জাল ভোট দেওয়ার দায়ে সহকারী প্রিসাইডিং অফিসারসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার (৮ মে) উপজেলার উত্তর আমবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র...

রামগ‌ড়ে উৎসবমূখর প‌রি‌বে‌শে ভোটগ্রহন সম্পন্ন , চলছে গণনা

রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে ২০টি  কেন্দ্রে উৎসবমূখর প‌রি‌বে‌শে শা‌ন্তিপূর্ণভা‌বে সকাল আটটা  থে‌কে ভোটগ্রহণ চল‌ছে। বিকাল ৪ টা পর্যন্ত চল‌বে ভোট গ্রহন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ...