প্রধান অতিথির বক্তব্যে বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেন , বিশ্বায়নের এই যুগে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রতিটি নাগরিকের জন্য অতীব গুরুত্বপূর্ণ। আগামীতে এমন সময় আসবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নাগরিক জীবনের একমাত্র অবলম্বন হয়ে উঠবে। কারণ একজন নাগরিকের পরিচয় নিশ্চিত করবে এই স্মার্ট আইডি। এই পরিচয়পত্রের মাধ্যমে প্রতিটি কাজ করা একেবারে সহজ হবে। বিশেষ করে স্কুল-কলেজে ছাত্র-ছাত্রীদের ভর্তি, সরকারি নানা কাজে, ব্যাংক-বীমা থেকে শুরু করে এ স্মার্ট কার্ড ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হিসেবে সহায়ক হবে।
রবিবার ( ১৫ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে চকরিয়া উপজেলা নির্বাচন অফিসের উদোগে জাতীয় পরিচয়পত্র সেবা সংক্রান্ত জেলার সকল উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং স্থানীয় জনগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উপলক্ষে সুধীসভা অনুষ্ঠিত এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চকরিয়া উপজেলার স্থানীয় জনগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করেন আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের প্রকল্প পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম (বিজিবিএমএস, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল)।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানের সভাপতিত্বে ও চকরিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন, চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাহাত উজ জামান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার জেলার ৮ উপজেলার নির্বাচন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উপকারভোগী স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম বলেছেন, আগামী ২০৩০ সালের মধ্যে জাতিসংঘ বিশ্বের প্রতিটি নাগরিককে আইডেন্টিফিকেশন কার্যক্রমের আওতায় নিয়ে আসছেন। সেইলক্ষে বাংলাদেশের জনসাধারণকেও অন্তর্ভুক্ত করতে সরকারি নির্দেশনার আলোকে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, জনগণের কাছে অনলাইনভিত্তিক দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে দেশের ১৭০টি বিভিন্ন প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। পাশাপাশি সারাদেশে নির্বাচন কমিশনের সকল ইউনিটও জনগণের মাঝে সেবা দিয়ে যাবে। তিনি কমিশনের পরিকল্পনা তুলে ধরে বলেন, নির্বাচন কমিশন স্মার্ট আইডি (ইভিএম) ব্যবহার নিশ্চিতের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫০টি আসনে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি নিয়েছে। সেই লক্ষ্যে আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ সারাদেশের মাঠপর্যায়ের কর্মরত নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে কাজ করে যাচ্ছেন।
প্রধান অতিথি আরো বলেন, সরকার ও নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন, দেশে বর্তমানে হালনাগাকৃত ভোটার সংখ্যা প্রায় ১২কোটি। স্মার্ট কার্ড তৈরী করা হয়েছে ৭ কোটি, তন্মধ্যে বিতরণ হয়েছে সাড়ে ৫কোটি স্মার্ট কার্ড। ২০২৫সালের মধ্যে প্রত্যেক ভোটারকে স্মার্ট তুলে দেয়া হবে এবং ২০৩০ সালের মধ্যে জিরো থেকে প্রত্যেক নাগরিকের হাতে স্মার্ট তুলে দেয়ার জন্য নির্বাচন কমিশন কাজ করছে।