হাটহাজারীতে অনুমোদনবিহীন লটারি টিকিট বিক্রয় করার দায়ে ৩টি সিএনজি ট্যাক্সি আটক করে টিকিট বিক্রয়কারী ৩ জনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।
রবিবার (২৫ ডিসেম্বর) হাটহাজারীর বিভিন্ন এলাকা এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলম।
তিনি জানান, হাটহাজারীর বিভিন্ন স্পটে লটারি টিকিট বিক্রয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে ৩ টি সিএনজি ট্যাক্সি আটক করা হয়। পরে হাটহাজারীর মেখল নিবাসী টিকিট বিক্রয়কারী আবুল কাশেম, মোঃ জুয়েল, মোঃ রাশেদ প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সিএনজি ৩ টি আটক রাখা হয়েছে। সংশ্লিষ্টদের মালিকদের নিকট ক্ষেত্রমতো দন্ড/মুচলেকার বিনিময়ে হস্তান্তর করা হবে। যেকোন প্রকার প্রতারণামূলক লটারি ও বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। এ বিষয়ে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।