রাঙ্গুনিয়ায় ডোবায় বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে পানি সেচ দিয়ে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
ওই যুবকের নাম মোহাম্মদ মামুন (৪৫) । সে খন্ডলিয়াপাড়া এলাকার বাসিন্দা হাফেজুর রহমান প্রকাশ হাফেজ ডাক্তারের ছেলে।
রবিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের খন্ডলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাছ ধরার জন্য বাড়ির পাশের একটি ডোবায় বৈদুত্যিক পাম্প দিয়ে পানি সেচ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিয়ে আসার পর তিনি বেঁচে আছেন সন্দেহে ফের আরেকটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তার পরিবার কিন্তু সেখানেও তাকে মৃত বলে ঘোষণা করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক উম্মে কুনসুম বলেন, তাকে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। কিন্তু হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মামুন পেশায় একজন কার চালক। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই কন্যা ও দুই ছেলে রেখে মারা যান।