কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার উত্তর হারবাং গয়ালমারা ইচাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস শ্যামলী পরিবহন ও কক্সবাজার থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস সৌদিয়া পরিবহন মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক খোকন কান্তি রুদ্রু বলেন,আহত যাত্রীদের দ্রুত উদ্ধার চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাস ২টি উদ্ধার করে হারবাং হাইওয়ে থানা জব্দ করা হয়েছে।