ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ছররা গুলিতে একজন নিহত। এ সময় কয়েকজন গুরুতর আহত।
শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় নিজ বাড়িতে ঢুকে তাকে উপর্যপুরী গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে তার মা ও বোন গুরুতর আহত হয়। গুলিবিদ্ধরা বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আর হাসপাতালে নেয়ার পথে কালু মৃত্যুবরণ করেন। একই দিন ইফতারের কয়েক ঘন্টা আগে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে কালুর চাচাতো ভাই লিটনের স্ত্রী আহত হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ ঘটনাস্থলে যায়। নিহত হাবিবুল হুদা চৌধুরী প্রকাশ কালু (৬৫) মরহুম শামসুল হুদা চৌধুরীর পুত্র। নিহত কালু কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম এ জেড এম শাহজাহান চৌধুরী প্রকাশ লুতূ মিয়ার শ্যালক ও মামাতো ভাই। মরহুমের তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেদের মধ্যে আবিদুল হুদা নামে একজন এডভোকেটও আছে।
জানা গেছে, ইসলামাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক গণের সাথে একই এলাকার লিটনদের জমি- জমার বিরোধ রয়েছে।
সে সূত্র ধরে আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনেরা।।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, জমি বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। প্রাথমিক তদন্তে স্থানীয় চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে অভিযুক্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের মন্তব্য জানার জন্য কল করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া যায়।রাতে এ প্রতিবেদন তৈরি কালে নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে ছিল।
আর এইচ/