পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটকের কথা জানিয়েছে লিবিয়া পুলিশ। তারা অবৈধভাবে ইউরোপে পাড়ি দেওয়ার চেষ্টা করছিলেন। তাদের ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। লিবিয়ার মিসরাতা জেলা থেকে তাদের আটক করা হয়ে বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে লিবিয়া অবজারভার ও স্যাটেলাইট টিভি আল–আহরার।
এ বিষয়ে লিবিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এসএম শামীম উজ জামান জানান, এখন পর্যন্ত দূতাবাস ২৪০ জনের সঙ্গে কথা বলেছে। সেখানে আরও বাংলাদেশি আছে।
দেশে ফেরত পাঠানোর বিষয়ে তিনি বলেন, অবৈধপথে আসার কারণে ফেরত পাঠানোয় জটিলতা দেখা দেয় কারণ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাদের ফেরত পাঠানো হবে। আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখছি।
এদিকে, একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জাহাজে করে ইউরোপে যাওয়ার প্রস্তুতিকালে ৫৪২ অভিবাসীকে আটক করা হয়েছে বলে রোববার জানিয়েছে লিবিয়া কর্তৃপক্ষ।
বার্তাসংস্থা এএফপির একজন ফটোগ্রাফার জানিয়েছেন, আটককৃত অভিবাসীদের বেশিরভাগই মূলত বাংলাদেশের নাগরিক।