Saturday, 21 September 2024

সাংবা‌দিকরা সমা‌জের তৃতীয় চোখ হি‌সে‌বে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌ছে-জেলা প্রশাসক

মোঃ জুয়েল হোসাইন: বান্দরবান প্রতিনিধি:

সাংবা‌দিকরা সমা‌জের তৃতীয় চোখ হি‌সে‌বে গুরুত্বপূর্ণ ভূ‌মিকা রাখ‌ছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।

আজ ১৬ ফেব্রুয়ারী বুধবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঢাকা পোস্ট অনলাইন প‌ত্রিকার ১ম বর্ষপূর্তি উপল‌ক্ষে আ‌য়ো‌জিত অনুষ্ঠা‌নে তি‌নি এ কথা ব‌লেন।

তি‌নি ব‌লেন, মানুষের শোনা কথা মানুষ বিশ্বাস নাও করতে পারে, কিন্তু সাংবাদিকদের খবর মানুষ চোখে না দেখেও বিশ্বাস করে। তাই সমা‌জের মানুষের কা‌ছে সাংবা‌দিকরা দায়বদ্ধ।

তিনি আ‌রো বলেন, ১৯৮১ সালে বান্দরবান জেলা প্রথম শ্রেণীর জেলা হিসাবে প্রতিষ্ঠিত হয়। বিগত বছরে বান্দরবান জেলা ২য় শ্রেণীতে পরিণত হয় একটি মাত্র কারনে ৮টি উপজেলা না থাকায়। ২য় শ্রেণীর জেলা হিসাবে জন প্রশাসন মন্ত্রণালয় হতে আগের তুলনায় কম সংখ্যক কর্মী নিয়োগ আছে জেলা প্রশাসনে। যার দরুন ডিজিটাল বাংলাদেশে অনলাইন পদ্ধতিতে নাগরিক সেবা প্রদান করায় আগে কিছুটা নাগরিক সুবিধা পেতে স্বচ্ছতা থাকলেও কিছুকাল ধরে বিঘ্নিত হচ্ছে নাগরিক সুবিধা। করোনাকালীন অর্ধেকাংশ জনবল নিয়ে কাজ করায় আরো বেগ পেতে হচ্ছে। তিনি ইতিমধ্যে টানা ২৬ বারের মতোই জন প্রশাসন মন্ত্রণালয়ে পত্র পাঠিয়ে জনবল বাড়ানোর আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন এ সংকট কেটে যাবে।

৮০ বছরের বৃদ্ধা তার চিকিৎসার প্রয়োজনে জমি বিক্রয়ের জন্য ২৩৮২ ডকেটে জমাবন্দি উত্তোলনের আবেদন করেছেন ২৫ জানুয়ারী ২৩ দিন অতিবাহিত হওয়ার পরও এখনও জমাবন্দি পান নাই। জমি বিক্রি করতে না পারলে জীবন বিপন্ন হওয়ার সম্মুখিন হচ্ছে। আবেদনকারী গুলবাহার ১ সপ্তাহের মধ্যে জমাবন্দি পেয়েছেন। এখন ২৩দিনেও জমাবন্দি পাচ্ছি না। তিনি হাঁটা চলা করতে খুবই অসুবিধা, তাই নাতিকে পাঠিয়েছেন জমাবন্দি তোলার জন্য।

এসময় ঢাকা পোস্টের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কায়েসুর রহমান।

এসময় বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মারমা,একুশে টিভি প্রতিনিধি নজরুল ইসলাম টিটু, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি কৌশিক দাশ, সময় টিভির জেলা প্রতিনিধি এন এ জাকির, জিটিভি প্রতিনিধি মোহাম্মদ ইসহাক, আজকের পত্রিকার প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ক্যমুই অং মারমা, মোহনা টিভির প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, চ্যানেল টুয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, এশিয়ান টিভি প্রতিনিধি মো. নুরুল কবীর, ভোরের ডাকের জেলা প্রতিনিধি আবুল বশার নয়ন, দৈনিক দেশসেবা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, দৈনিক আইন বার্তার বান্দরবান জেলা প্রতিনিধি মোঃ জুয়েল হোসাইন, আমার সংবাদের জেলা প্রতিনিধি ফারুক আহমদ, সময়ের আলোর পত্রিকার জেলা প্রতিনিধি কি কি উ মার্মা, আনন্দবাজার পত্রিকা ও সময় টিভির চিত্রগ্রাহক প্রতিনিধি সোহেল কান্তি নাথ, জাগো নিউজের জেলা প্রতিনিধি নয়ন চক্রবর্তীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ারও চট্টগ্রাম নিউজ অনলাইন পোর্ট্রাল মোঃ জুয়েল হোসাইন সাংবাদিক এবং সামাজিক সংগঠন ইউডি এর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি’কে বরণ করে নেন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের বান্দরবান জেলা প্রতিনিধি রিজভী রাহাত।

এসময় শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক বলেন, এক বছরের পথ চলায় দারুনভাবে পাঠকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে দেশের জনপ্রিয় নিউজ পোর্টাল ঢাকা পোস্ট। ঢাকা পোস্ট শুরু থেকে ভালো ভালো সংবাদ প্রচার করছে এবং আগামীতে ও প্রচার করবে বলে পাঠকদের আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় বক্তব্য রাখতে গিয়ে বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী বলেন, ঢাকা পোস্ট গত এক বছর ধরে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করে পাঠকের মনে জায়গা করে নিয়েছে। এক বছরের মধ্যেই দেশের অন্যতম শীর্ষ গণমাধ্যম হয়ে ওঠার স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি, ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি।

এসময় প্রধান অতিথি বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বান্দরবানের সাংবাদিকরা যথেষ্ট আন্তরিক। সংবাদ মাধ্যম আর জেলা প্রশাসন এখানে মিলেমিশে কাজ করে যাচ্ছে। এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি আরো বলেন, ঢাকা পোস্ট যাত্রার শুরু থেকেই পাঠকপ্রিয় হয়ে ওঠেছে এবং আগামীতে এই জনপ্রিয় নিউজ পোর্টাল দেশ ও জাতির পাশে থেকে তাদের সুখ দু:খ ও বিভিন্ন উন্নয়নের সংবাদ প্রচার করবে এই প্রত্যাশা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কাটা ও ঢাকা পোস্টের পক্ষ থেকে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বীর মক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী, বান্দরবান প্রেসক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠন ইউডি, খেলাধূলায় বিশেষ অবদান রাখায় লুৎফুর রহমান উজ্জ্বলকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত সকল নাগরিককে শান্ত...

আনোয়ারায় ফ্যাসিস্ট পুনর্বাসনের বিরুদ্ধে ছাত্রদল-যুবদলের বিক্ষোভ 

আনোয়ারা উপজেলায় ফ্যাসিস্ট সরকারের দালালদের পুনর্বাসনের বিরুদ্ধে চট্টগ্রাম দক্ষিণ...

আগামী অক্টোবরে কালুরঘাট নতুন সেতু একনেকে অনুমোদন হবে: রেল সচিব আবদুল বাকী

রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী বলেছেন, আগামী অক্টোবর মাসেই...

তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

বাঙালি ও পাহাড়িদের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে তিন জেলার...

ফেসবুক স্ট্যাটাসের পর কর্ণফুলী নদীতে মিলল কলেজ ছাত্রের মরদেহ

অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার একদিন পর প্রীতম চক্রবর্তী...

ইনসাফ প্রতিষ্ঠা করতে চাওয়ায় জামায়াত নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম...

আরও পড়ুন

রাঙামাটি ও খাগড়াছড়িতে বসবাসরত নাগরিকদের শান্ত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাসরত সকল নাগরিককে শান্ত থাকার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক...

তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

বাঙালি ও পাহাড়িদের সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সরকার।শুক্রবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো এক বার্তায় বলা...

ফেসবুক স্ট্যাটাসের পর কর্ণফুলী নদীতে মিলল কলেজ ছাত্রের মরদেহ

অভিমান করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার একদিন পর প্রীতম চক্রবর্তী (১৭) নামে এক কলেজ ছাত্রের মরদেহ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২০ সেপ্টেম্বর)  রাতে...

বিক্ষোভে উত্তাল খাগড়াছড়ি : কাল থেকে পার্বত্যাঞ্চলে ৭২ ঘন্টার অবরোধ

পার্বত্য জেলা খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুপুর ২টা থেকে রাত ৯টা ১৪৪ ধারা জারি ছিলো আজ ।  ১৪৪ ধারা জারির মধ্যেও লাঠিসোটা নিয়ে শুক্রবার...