চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাংলাদেশে একটি বৈধ নির্বাচন আয়োজন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। নির্বাচন হতে হবে উৎসবমুখর পরিবেশে, যেখানে জনগণ দলমত নির্বিশেষে নিজ হাতে ভোট দিতে পারবে। তিনি অভিযোগ করেন, অতীতের নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর ওয়াসা মোড়স্থ জমিয়তুল ফালাহ মসজিদের সামনে জাতীয়তাবাদী তরুণ দলের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা তরুণ দলের র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বিশাল র্যালী ওয়াসা মোড় থেকে শুরু হয়ে আলমাস সিনেমা মোড়, কাজীর দেউরী, নুর আহমেদ সড়ক হয়ে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে মেয়র বলেন, আগামী জাতীয় নির্বাচনে তরুণ প্রজন্মের ভূমিকা হবে নির্ধারক। দেশের চার কোটি তরুণ ভোটার দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার তারা ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখবে।
তিনি বলেন, আমাদের ছেলেরা দীর্ঘদিন নির্যাতন নিপীড়ন, হামলা মামলা, কারাভোগসহ নানা প্রতিকূলতার শিকার হয়েছে। কিন্তু তবুও তারা মাঠে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে। আমাদের বড় কোনো ভরসার প্রয়োজন নেই, পরীক্ষিত নেতাকর্মীরাই আমাদের শক্তি।
তিনি আরও যোগ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ২৩ দফা ভিশন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। এজন্য প্রয়োজন একটি বৈধ সংসদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন।
আগামী ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এখন থেকেই প্রতিটি ওয়ার্ড, ব্লক ও কেন্দ্রকে গুছিয়ে নিতে হবে। খেটে খাওয়া সাধারণ মানুষের দল হিসেবে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে রাজনীতি করবে। তরুণ, যুব ও ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কেন্দ্রীয় তরুণদলের সহ সভাপতি ও চট্টগ্রাম বিভাগের প্রধান সমন্বয়ক লায়ন রাসেল মির্জার সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগর তরুণ দলের সদস্য সচিব মোহাম্মদ ওমর কাইয়ুমের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব হানিফ সওদাগর, সাবেক হকার্স বিষয়ক সম্পাদক আবদুল বাতেন, তরুণদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জিয়াউল ইসলাম, চট্টগ্রাম বিভাগীয় তরুণদলের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ। বক্তব্য রাখেন মহানগর তরুণদলের আহবায়ক এডভোকেট আবু হানিফ নিহাদ, সি. যুগ্ম আহবায়ক লায়ন মুসলিম ফারুক, উত্তর জেলা তরুণদলের আহবায়ক নাহিদুল ইসলাম ফয়সাল, সদস্য সচিব শরীফ হোসেন মাসুদ, সি. যুগ্ম আহবায়ক জোবায়ের হোসেন, দক্ষিন জেলা তরুণদলের সাবেক সি. সহ সভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক তাহের সিকদার সহ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতৃবৃন্দ।
আর এইচ/