মিরসরাইয়ে ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ হোসেনসহ নেতাকর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নিজামপুর সরকারি কলেজ এলাকায় ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় নিজামপুর কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
এসময় ওয়াহেদপুর ইউনিয়ন যুবদেলর আহবায়ক রহিম উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আমজাদ বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এস এম হারুন, মিরসরাই থানা যুবদলের সদস্য সচিব মনোয়ার হোসেন শাউন, ওয়াহেদপুর ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন, ইউনিয়ন যুবদল নেতা খায়ের উদ্দিন মাসুক, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আমজাদ হোসেন, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন, ইউনিয়ন যুবদলের সদস্য নুরুল মোস্তফা, জাহাঙ্গীর আলম, মোসলিম উদ্দিন শিবলু, বাবু, সাইফুল, রিফাত হোসেন, সুজন, রনি, জিয়া উদ্দিন, সাজিদ, সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।
এ সময় বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।
চট্টগ্রাম নিউজ/ এসডি/