খাগড়াছড়িতে বিক্ষিপ্ত পিকেটিংয়ের মধ্যদিয়ে শেষ হয়েছে ইউপিডিএফ সমর্থিত (মূল) পাহাড়ি দুই সংগঠনের ডাকা আধাবেলার সড়ক অবরোধ।
বুধবার ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টায় শেষ এই অবরোধ কর্মসুচি। অবরোধ সময় শেষ হওয়ার সাথে সাথে স্বাভাবিক হতে শুরু করে সড়ক যোগাযোগ। ছেড়ে যায় দূর পাল্লার ও অভ্যন্তরীণ সড়কের যানবাহন।
এর আগে পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের ডাকা আধাবেলার সড়ক অবরোধ আজ বুধবার ভোর ৬ টা থেকে শুরু হয়। খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা ও খাগড়াছড়ি-সাজেক পর্যটন সড়কে এই অবরোধের ডাক দেয় সংগঠন দুইটি।
অবরোধ চলাকালে বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে চোরাগোপ্তা পিকেটিং করেছে সমর্থকরা। অবরোধের শুরুতে শহরের চেঙ্গী ব্রীজ সংলগ্ন এলাকায় ও সদর উপজেলা পরিষদের সামনের সড়কে টায়ার জ্বালিয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে তা সরিয়ে নেয়।
এছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৪ মাইল, খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটের বাইল্যাছড়ি এলাকায় সড়কের উপর গাছের গুড়ি ফেলে এবং রামগড়সহ কয়েকটিস্থানে চোরাগোপ্তা পিকেটিং করে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায় পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশনের নেতাকর্মীরা।
এদিকে, অবরোধের কারনে শহর কেন্দ্রিক টমটম, মোটর সাইকেল চলাচল ছাড়া দূরপাল্লার এবং অভ্যন্তরীণ সড়কের যানবানহন ছড়ে যায়নি।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের কয়েকটিস্থানে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।
গতকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে আটটার দিকে পাহাড়ি ছাত্র পরিষদের জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের জেলা আহ্বায়ক এন্টি চাকমা স্বাক্ষরিত গনমাধ্যমে পাঠানো এক বার্তায় এই অবরোধের তথ্য জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৭ সেপ্টেম্বর সকালে খাগড়াছড়ির মানিকছড়ি-গুইমারা সীমান্তবর্তী তবলা পাড়ায় পাহাড়ি গ্রামবাসীর ওপর গুলিবর্ষণের অভিযোগ করে ঘটনার প্রতিবাদে এবং জড়িত ছয়জন সন্ত্রাসীকে গ্রেপ্তারের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
চট্টগ্রাম নিউজ/ এসডি/