বুধবার, ২ এপ্রিল ২০২৫

গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে গাড়ির ওপর শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি। আর আমদানিকৃত যন্ত্রাংশের ওপর মে মাস বা তার পর থেকে কার্যকর হবে। আশঙ্কা করা হচ্ছে এতে করে বৈশ্বিক বাণিজ্যিক সংঘাত আরও প্রবল হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ট্রাম্প বলেন, এতে করে যুক্তরাষ্ট্রে গাড়ি শিল্পে অগ্রগতি আসবে। তিনি আরো বলেন, এটি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগকে উৎসাহিত করবে। 

তবে বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া গাড়ির দাম বৃদ্ধি পাবে বলেও সতর্ক করেছেন তারা। অন্যদিকে উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করায় মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে।

যুক্তরাষ্ট্রে গত বছর প্রায় ৮০ লাখ গাড়ি আমদানি করা হয়। দেশটির গাড়ি সরবরাহকারী শীর্ষ দেশ মেক্সিকো। এছাড়া দক্ষিণ কোরিয়া, জাপান , কানাডা ও জার্মানি থেকেও গাড়ি রপ্তানি করে যুক্তরাষ্ট্র। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলীর অধীনে অনেক মার্কিন কোম্পানি মেক্সিকো ও কানাডায় কাজ করে।

হোয়াইট হাউসের তরফে বলা হয়, ট্রাম্পের আদেশটি কেবল তৈরি গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। তা বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা গাড়ির যন্ত্রাংশের ক্ষেত্রেও প্রযোজ্য। এমন পরিস্থিতিতে জেনারেল মোটরের শেয়ার দামে ৩ শতাংশ পতন হয়েছে।
ভবিষ্যতে এমন সিদ্ধান্ত থেকে ট্রাম্প সরে আসবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ‘না’ সূচক উত্তর দেন। বলেন, এটি দীর্ঘস্থায়ী। আরো বলেন, যদি আপনি আপনার গাড়ি যুক্তরাষ্ট্রে তৈরি করেন সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না। এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, শুল্ক মোকাবিলায় তার সরকার সকল বিকল্প প্রস্তুত রাখবে। উল্লেখ্য, জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি রপ্তানিকারক।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

২৪ ঘন্টার ব্যবধানে লোহাগাড়ায় ফের সড়ক দুর্ঘটনা, আহত ৭

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চুনতি জাঙ্গালিয়া এলাকায় মঙ্গলবার (১ এপ্রিল)...

মীরসরাইয়ে ঈদের দিন শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১

মীরসরাইয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে।...

জমি নিয়ে বিরোধ, কাট্টলীতে ‘প্রতিবেশীর ঘুষিতে’ বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর...

রাউজানে পারিবারিক বৈঠকে ভাইয়ের হাতে ভাই খুন

রাউজান উপজেলায় জায়গা-জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে...

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের সীতাকুণ্ডে তানজিনা আকতার (২২) নামে ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা...

মুহূর্তেই ঈদ আনন্দ রূপ নিলো বিষাদে

ঈদ উপলক্ষে সাজ সাজ রব, ঘরে ঘরে ঈদের আমেজ।...

আরও পড়ুন

ঈদের শুভেচ্ছা জানিয়ে মোদির চিঠি

ঈদুল ফিতর উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন।সোমবার প্রধান উপদেষ্টাকে পাঠানো এক বার্তায় মোদি লেখেন,...

আজকের দিনটা আপন করে নেওয়ার দিন: প্রধান উপদেষ্টা

‘আজকের দিন আপন করে নেওয়ার দিন। আমরা সেই বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকেই যেন পরস্পরকে ধারণ করি, যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব...

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মূখর পরিবেশে বান্দরবানে ঈদের জামাত অনুষ্ঠিত

দীর্ঘ একমাস সিয়াম সাধনার মাধ্যমে অধিক সোওয়াব ও নেক আমলের মাধ্যমে সৃষ্টিকর্তার নৈকট্য, সান্নিধ্য লাভের আশায় সারাবিশ্বের মুসলিম উম্মাহ'র কাছে ধর্মীয় মর্যাদার দিক দিয়ে...

চট্টগ্রামে জমিয়াতুল ফালাহ্ জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত 

দীর্ঘ একমাস সিয়াম সাধনা শেষে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় সারাদেশের ন্যায় চট্টগ্রামেও রবিবার সকালে  ধর্মপ্রাণ মুসল্লীরা ঈদ-উল-ফিতর উদযাপন করেছেন।সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য,...