ঈদ উপলক্ষে সাজ সাজ রব, ঘরে ঘরে ঈদের আমেজ। ভোরের আলো ফুটতেই ঘরের গৃহবধূরা ব্যস্ত হয়ে পড়েন সেমাই-পায়েস রান্নায় । নতুন শাড়িও পড়ে চুলায় করছিলেন রান্না আর সেই চুলার আগুন কেড়ে নেয় গৃহবধূর প্রাণ। পরিবারে নেমে আসে শোকের ছায়া।
সোমবার ভোরে এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় হাইলধর ইউনিয়নের ১ নং খাসখামা ওয়ার্ডের দেয়াঙ আলী চৌধুরী বাড়ির নিজের ঘরে রান্না সময় ।
৩১ মার্চ রাতেই আগুনে পুড়ে আহত উর্মি আক্তার (২৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন ।
জানা যায়, নিহত গৃহবধূ উর্মি আক্তার ওই বাড়ির রাজমিস্ত্রী বাঁচা মিয়ার স্ত্রী এবং চাতরী ইউনিয়নের ডুমুরিয়া রুদুরা গ্রামের মো. সেলিমের মেয়ে। বছর দেড়েক আগে তাদের বিয়ে হয়। তবে কোনো সন্তান নেই।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, ‘সকালে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হলে রাত ১০টার দিকে মৃত্যু হয়। মরদেহ বাবার বাড়ি ডুমুরিয়ায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।’
আর এইচ/