রবিবার, ৩০ মার্চ ২০২৫

গাড়ি আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২ এপ্রিল থেকে গাড়ির ওপর শুল্ক কার্যকর হবে বলে জানান তিনি। আর আমদানিকৃত যন্ত্রাংশের ওপর মে মাস বা তার পর থেকে কার্যকর হবে। আশঙ্কা করা হচ্ছে এতে করে বৈশ্বিক বাণিজ্যিক সংঘাত আরও প্রবল হবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ট্রাম্প বলেন, এতে করে যুক্তরাষ্ট্রে গাড়ি শিল্পে অগ্রগতি আসবে। তিনি আরো বলেন, এটি যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ও বিনিয়োগকে উৎসাহিত করবে। 

তবে বিশ্লেষকরা বলছেন, শুল্ক আরোপের ফলে যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি উৎপাদন সাময়িকভাবে ব্যাহত হতে পারে। এছাড়া গাড়ির দাম বৃদ্ধি পাবে বলেও সতর্ক করেছেন তারা। অন্যদিকে উল্লেখযোগ্য হারে শুল্ক আরোপ করায় মিত্রদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে।

যুক্তরাষ্ট্রে গত বছর প্রায় ৮০ লাখ গাড়ি আমদানি করা হয়। দেশটির গাড়ি সরবরাহকারী শীর্ষ দেশ মেক্সিকো। এছাড়া দক্ষিণ কোরিয়া, জাপান , কানাডা ও জার্মানি থেকেও গাড়ি রপ্তানি করে যুক্তরাষ্ট্র। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী মুক্ত বাণিজ্য চুক্তির শর্তাবলীর অধীনে অনেক মার্কিন কোম্পানি মেক্সিকো ও কানাডায় কাজ করে।

হোয়াইট হাউসের তরফে বলা হয়, ট্রাম্পের আদেশটি কেবল তৈরি গাড়ির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। তা বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা গাড়ির যন্ত্রাংশের ক্ষেত্রেও প্রযোজ্য। এমন পরিস্থিতিতে জেনারেল মোটরের শেয়ার দামে ৩ শতাংশ পতন হয়েছে।
ভবিষ্যতে এমন সিদ্ধান্ত থেকে ট্রাম্প সরে আসবেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি ‘না’ সূচক উত্তর দেন। বলেন, এটি দীর্ঘস্থায়ী। আরো বলেন, যদি আপনি আপনার গাড়ি যুক্তরাষ্ট্রে তৈরি করেন সেক্ষেত্রে কোনো শুল্ক দিতে হবে না। এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, শুল্ক মোকাবিলায় তার সরকার সকল বিকল্প প্রস্তুত রাখবে। উল্লেখ্য, জাপান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি রপ্তানিকারক।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্পেস থিম নিয়ে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের ১৬-তম ব্র্যাঞ্চ এখন চট্টগ্রামের হালিশহরে!

ঈদের জমজমাট আয়োজন দিয়ে চট্টগ্রাম হালিশহরে বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ড...

বোয়ালখালীতে ৫ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা 

পবিত্র ঈদ-উল-ফিতর'কে কেন্দ্র করে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের...

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে,  কাল ঈদ

বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল...

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের...

সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

ঈদুল ফিতরের দিন নির্ধারণে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ...

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর 

দক্ষিণ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে পবিত্র...

আরও পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংবাদ...

সন্ধ্যায় বৈঠকে বসছে চাঁদ দেখা কমিটি

ঈদুল ফিতরের দিন নির্ধারণে আজ বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা...

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর 

দক্ষিণ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।  মির্জাখীল দরবার শরীফের অনুসারী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল...

গভীর রাতে দুই ‘সন্ত্রাসী’ গ্রুপের গোলাগুলি, নিহত দুজন

নগরীর চকবাজার থানা এলাকায় অবৈধ বালুর মহালকে কেন্দ্র করে আধিপত্যের দ্বন্দ্বের জেরে  দুটি ‘সন্ত্রাসী’ গ্রুপের সংঘর্ষে  নিহত হয়েছেন দু'জন। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে...