চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর ঘুষিতে শ্যামল চৌধুরী নামে (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলীর ইশান মহাজন রোড এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া শ্যামল চৌধুরী ওই এলাকার স্থানীয় বাসিন্দা।
শ্যামল চৌধুরীর ছেলে অভিজিৎ চৌধুরী জানান, জমি সংক্রান্ত বিরোধে বিজয় নামে এক যুবক তার বাবাকে পরপর দুইবার ঘুষি দিলে মাটিতে লুটে পড়েন। সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমকে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও বেশ কয়েকবার বিজয় নামে ওই যুবক তার বাবাকে মারধর করেছিল বলে জানান ভিকটিমের ছেলে অভিজিৎ।
ঘটনাস্থল থেকে আকবর শাহ থানার এসআই মো. রিমন ভিকটিমের স্ত্রীর বরাতে বলেন, জমি পরিমাপ নিয়ে দু,পক্ষের দ্বন্দ্ব হলে বিজয় নামে এক যুবক শ্যামল চৌধুরীকে ঘুষি দিলে সে অচেতন হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্যামল চৌধুরীকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে বিজয় নামে ওই যুবক পলাতক রয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, লোকটি স্টোক করে মারা যাওয়ার খবর শুনেছি। তবে পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ