কক্সবাজারের চকরিয়ায় মাদক ও অনৈতিক কাজের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে মন্তব্য করেছেন চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম।
বুধবার বিকালে চকরিয়া থানার হলরুমে সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্সে উপরোক্ত কথাগুলো বলেন।
চকরিয়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমি চকরিয়া থানা নতুন এসেছি। আমি চকরিয়া থানায় যোগদান করার পর সাংবাদিকদের প্রেস কনফারেন্স করি ও তাদের পরামর্শমূলক বক্তব্য শুনি।
সব সাংবাদিকদের প্রশ্ন হচ্ছে চকরিয়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি।
তিনি আরো বলেন, চকরিয়া উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য কাজ করে যাবো। চকরিয়ায় চুরি,ডাকাতি, ছিনতাই, দখলবাজ ও কিশোর গ্যাংদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
এসময় তিনি সাংবাদিকদের সহযোগিতা করেন।
প্রেস কনফারেন্সের সময় চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ইয়াছিনসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আর এইচ/