এক থেকে তিন নম্বরে। কোথায় শীর্ষে থেকে কোয়ালিফায়ার খেলার কথা ছিল; সেখানে প্রথম ৮ ম্যাচ জয়ের পর টানা ৪ খেলায় হেরে অবস্থানচ্যুত। যে কারণে ৩ নম্বরে থেকে আজ সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর পর্বে খেলতে হচ্ছে রংপুর রাইডার্সকে।
এই ম্যাচের আগে রংপুরের সঙ্গে যোগ দেওয়ার কথা চারজন বিদেশির। তারা হলেন- আন্দ্রে রাসেল, সুনিল নারিন, টিম ডেভিড ও জেমস ভিন্স। তাদের সবাই আবুধাবিতে আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন এতদিন। গতকাল রোববারও সেখানে ম্যাচ খেলেছেন তারা। তবে তাদের দলের বিদায় নিশ্চিত হয়ে গেছে গতকালই।
কথা ছিল, যদি আইএলটিতে তাদের দল বাদ পড়ে, তাহলে ওইদিনই বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন চারজন। সে অনুযায়ী, তড়িঘড়ি করে খেলা শেষ করেই ঢাকার বিমানে চড়ে বসেছেন তিন ক্রিকেটার- আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্স। কিটস প্রস্তুত না থাকায় সুনিল নারিন রওয়ানা দিতে পারেননি।
নারিন আজকের ম্যাচটি মিস করবেন এটি নিশ্চিত। তবে রংপুর যদি খুলনাকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে যেতে পারে, তাহলে ওই ম্যাচে দলের সঙ্গে যোগ দেবেন এই ওয়েস্ট ইন্ডিয়ান।
এদিকে যথা সময় রওয়ানা দিলেও বাকি তিন ক্রিকেটার পড়েছেন প্রাকৃতিক বাধার মুখে। ঘন কুয়াশার কারণে শাহ জালাল আর্ন্তজাতিক বিমাননবন্দরে অবতরণ করতে পারছেন না তারা। যে কারণে এখনো আকাশেই উড়ছেন। তবে সবকিছু ঠিকঠাক থাকলে কিছুক্ষণের মধ্যেই অবতরণ করবেন। বিমানবন্দর থেকে সোজা উপস্থিত হবেন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। রংপুরের মিডিয়া ম্যানেজার আহসানুর রহমান মল্লিক রনি সূত্রে এ তথ্য জেনেছে জাগোনিউজ।
উল্লেখ্য, আন্দ্রে রাসেল ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। টিম ডেভিড অস্ট্রেলিয়ার মিডলঅর্ডার ব্যাটার আর জেমস ভিন্স ইংল্যান্ডের অলরাউন্ডার।
বিপিএলে হঠাৎ ছন্দ পতনে হারের বৃত্তে আটকে পড়ার পর লাইনআপের সমৃদ্ধ চেহারাও খানিক ফিকে হয়ে গিয়েছিল রংপুরের। সেরা পারফরমার খুশদিল শাহ নেই। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে জায়গা পেয়ে দেশে ফিরে গেছেন।
এম/ মহি/ চট্টগ্রাম নিউজ