Tuesday, 19 November 2024

ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

ভারতে বসে হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন, মানুষকে উসকে দিচ্ছেন সেটাই সমস্যা 

অনলাইন ডেস্ক

গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশের মানুষের সঙ্গে রাজনৈতিক বিষয়ে কথা বলছেন এবং রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করে ড. ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যে ভারতে আছেন, তা সমস্যা নয়। সমস্যা হলো, তিনি সেখানে বসে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছেন, মানুষকে উসকে দিচ্ছেন।’

তিনি উল্লেখ করেন, ফাঁস হওয়া এক অডিওতে শেখ হাসিনাকে তার দলীয় নেতাকর্মীদের ডোনাল্ড ট্রাম্পের ছবি সঙ্গে রাখার নির্দেশ দিতে শোনা গেছে। যাতে পুলিশ বাধা দিলে তারা দাবি করতে পারে যে, বাংলাদেশ সরকার আমেরিকার বিরুদ্ধে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সকল আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আমরা সকল আইনি পথ অনুসরণ করব। এ ব্যাপারে কিছু আইনি ধাপ রয়েছে। আমরা সেগুলোর দিকে এগোচ্ছি, তবে এখনও সেই পর্যায়ে পৌঁছাইনি।’

ভারত সরকার যদি শেখ হাসিনার প্রত্যাবর্তন সংক্রান্ত বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে, সেক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, ‘ ভারত সরকার যদি আইন প্রয়োগ করে তাকে সেখানে রাখতে চায়, তাহলে তা দুই দেশের সম্পর্কের জন্য মোটেও শুভ লক্ষণ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ খুবই সীমিত। এই স্বল্প সময়ে হয়তো বাংলাদেশ ও ভারতের মধ্যে সবকিছু মীমাংসা সম্ভব হবে না। তবে আমাদের চলে যাওয়ার পর যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা এ বিষয়টি ক্ষমা করবে না।’

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, বিএনপিসহ সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। তিনি কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার পক্ষপাতী নন বলেও উল্লেখ করেন।

ডোনাল্ড ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করেন ড. ইউনূস। তিনি তার সরকারের ১০০ দিনের কাজের সফলতা তুলে ধরেন এবং দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে ‘অপপ্রচার’ বলে অভিহিত করেন।

ডোনাল্ড ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলেও মনে করেন ড. ইউনূস। তিনি বলেন, ‘শুধু একজন নতুন রাষ্ট্রপতির কারণে আমেরিকার সবকিছু বদলে যাবে বলে আমি মনে করি না। সাধারণত রাষ্ট্রপতি পরিবর্তনের কারণে কোনো দেশের পররাষ্ট্রনীতি ও অন্য দেশের সঙ্গে সম্পর্কের বড় ধরনের কোনো পরিবর্তন হয় না। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যদি কোনো পরিবর্তনও আসে, তাহলে আমাদের মনে রাখতে হবে, এটা ‘নতুন বাংলাদেশ’। আমরা তাদের জন্য অপেক্ষা করব।’

সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস তার সরকারের ১০০ দিনের কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরেন এবং দেশে মৌলবাদের উত্থান ও হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগকে ‘প্রোপাগান্ডা’ বলে উড়িয়ে দেন।

সর্বশেষ

আজ আন্তর্জাতিক পুরুষ দিবস

আন্তর্জাতিক পুরুষ দিবস আজ মঙ্গলবার (১৯ নভেম্বর)। পুরুষের প্রতি...

অন্তর্বর্তী সরকার চাইনা আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল...

শেখ রাসেল’ পার্কের নাম বদলে হচ্ছে শহীদ ওয়াসিম পার্ক

বৈষম্যবিরোধী আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের নামে করা হয়েছে...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার 

নগরীর চান্দগাঁও থানার অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ...

চান্দগাঁওতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩

 নগরীর চান্দগাঁও থানার অভিযানে ৩  আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার...

শিক্ষার্থী হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

ঢাকা মিরপুর বাঙলা কলেজের শিক্ষার্থী নূরুল আমিন তপু হত্যা...

আরও পড়ুন

এজলাসে দাঁড়িয়ে কামরুল: ‘এই দিন দিন না, আরও দিন আছে’

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ আদালতে তোলা হয়। এসময় এজলাসে দাঁড়িয়ে আইনজীবীদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।মঙ্গলবার (১৯...

পটিয়ায় আবারো ২১টি গরু ডাকাতি

পটিয়ার হাবিলাসদ্বীপ এর  পর এবার ১০ নং ধলঘাট ইউনিয়নের মরিয়ম এগ্রো ফার্মে  গরু ডাকাতির ঘটনা ঘটেছে।সোমবার (১৮ নভেম্বর) রাত ৩টার দিকে দস্তিদার পাড়ায় অবস্থিত...

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে হিজবুল্লাহ, ৩ শর্তের রূপরেখা দিয়েছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনটি শর্ত দিয়েছেন। তিনি দাবি করেছেন, হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তর সীমান্ত থেকে দূরে...

বাজেটের ব্যয় কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে : অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকার কোনো ব্যাংক বন্ধ করবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।তিনি বলেন, কিছু ব্যাংক ভালো অবস্থায় ফিরে আসছে এবং কিছু ব্যাংক...