Sunday, 17 November 2024

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি সর্বত্র শৃঙ্খলা রক্ষার মূল হাতিয়ার হতে পারে

বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে জ্ঞান রাখেন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কে জানেন না এমন মানুষ খুজে পাওয়া দুষ্কর। কম্পিউটার সায়েন্সের এই উপশাখাটির জনপ্রিয়তা বেড়ে চলেছে কল্পনাতীত গতিতে। নির্দিষ্ট কাজের সমাধান, ইমেজ ডিটেকশন, ভয়েস কমান্ডসহ আমাদের প্রতিদিনের জীবনের বিভিন্ন কাজে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার হচ্ছে এবং এর পরিসর দিন দিন আরোও বৃদ্ধি পাচ্ছে।  যে উন্নত প্রযুক্তি কম্পিউটারসমূহকে নিজস্ব কল্পনা, যুক্তি, এবং সাধারণ জ্ঞান প্রয়োগ করে বিভিন্ন সমস্যা সমাধানের সক্ষমতা দেয়, তাকে  কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়। বেশিরভাগ উন্নত দেশ সময় বাঁচাতে এবং দুর্নীতি দূর করতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করছে। তাদের পাবলিক পরিষেবা প্রক্রিয়া আরও সহজ এবং ব্যবহারকারী-বান্ধব হয়েছে। এ প্রযুক্তি দ্বারা উন্নত দেশগুলি বেশি পরিমাণে সম্পদ সংগ্রহ করতে সক্ষম, যা তাদেরকে টেকসই উন্নয়ন ও সভ্যতার দিকে পরিচালিত করছে। এই প্রযুক্তি বিজ্ঞান, গবেষণা, এবং প্রকৌশল শিল্প উন্নত করে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং জাপান, তাদের প্রতিটি সেক্টর কৃত্রিম প্রযুক্তির মাধ্যমে দিন দিন উন্নতি করছে। যে দেশে কৃত্রিম প্রযুক্তি যত বেশি, সে দেশ তত বেশি উন্নত।

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কথা ছেড়ে দিন, আমাদের দেশে ম্যানুয়াল প্রযুক্তির-ই যথেষ্ট অভাব রয়েছে। দেশে পঞ্চাশ শতাংশ জনসংখ্যার মৌলিক চাহিদার অভাব রয়েছে এবং একত্রিশ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এছাড়া, আমাদের দেশে মাত্র ৬৫ শতাংশ মানুষ শিক্ষিত। তাহলে কীভাবে আমাদের জাতি প্রতিটি সেক্টরে ডিজিটাল প্রযুক্তি স্থাপন করবে? কিছু বড় বেসরকারি খাত ছোট পরিসরে কৃত্রিম প্রযুক্তি চালু করছে। এটি ভালো লক্ষণ। উদাহরণস্বরূপ, আমাদের ব্যাংকিং সেক্টর নগদ টাকা জমা, উত্তোলন, মোবাইল ব্যাংকিং ইত্যাদি চালু করছে। কিছু কোম্পানি দৈনন্দিন জীবনকে সহজ করার জন্য অ্যাপ এবং সফ্টওয়্যার-ভিত্তিক টিকিট এবং অর্থ স্থানান্তর প্রক্রিয়া চালু করেছে। উদাহরণস্বরূপ, বিকাশ, সোহোজ এবং নাগদ, আমাদের ডিজিটালাইজেশন জগতে অগ্রগামী ভূমিকা পালন করছে।

স্মার্ট জাতীয় পরিচয়পত্র

রাষ্ট্রীয় কর্তৃপক্ষের উচিত জাতীয় পরিচয়পত্রকে স্মার্ট করা, যাতে ব্যক্তিগত তথ্য ইনপুট থাকে। উদাহরণস্বরূপ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, টিআইএন নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ঠিকানা ইত্যাদি এতে থাকবে। ব্যাঙ্কিং, সরকারি অফিস, জমি রেজিস্ট্রেশন, হাসপাতাল, ইউনিয়ন পরিষদ পরিষেবা, কেনাকাটা ইত্যাদি নেওয়ার সময় গণ মানুষ এই কার্ড ব্যবহার করবে। তারা পেমেন্টের জন্য এই কার্ড ব্যবহার করবে, যা কাগজের ব্যবহার, দুর্নীতি এবং তথ্য সংরক্ষণের ঝামেলা দূর করবে। এই পদ্ধতি কাগজবিহীন এবং নগদ লেনদেনবিহীন টেকসই জাতি তৈরি সহজতর করবে। সাধারণ মানুষ যাদের অন্য কোনো স্মার্ট কার্ড নেই, তারা এই কার্ডের মাধ্যমে কেনাকাটা এবং ভ্রমণ করবে। অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূল করার জন্য সরকার জাতীয় ডাটাবেস তৈরি করবে এবং যা সব মানুষের তথ্য সংরক্ষণ করবে। একজন অপরাধীকে ট্র্যাক করার জন্য পুলিশ এবং অন্যান্য বাহিনী এই ডাটাবেস ব্যবহার করবে। অধিকন্তু, একজন ব্যক্তিকে একটিমাত্র মোবাইল সিম কার্ড ব্যবহার করার অনুমতি দেওয়া উচিত, যা ট্র্যাকিং সিস্টেমকে সহজতর করবে। কম্পিউটারে সংরক্ষিত তথ্যের কারণে কোনো ব্যক্তিকে বারবার নিবন্ধন করার প্রয়োজন না থাকায় সেবা সংস্থা সহজেই তাদের সেবা প্রদান করতে পারবে।

স্মার্ট শিক্ষার্থী পরিচয়পত্র

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থীদের পরিচয়পত্র স্মার্ট করতে হবে। শিক্ষার্থীরা গেটে কার্ড পাঞ্চ করে প্রবেশ করবে, ফলে অননুমোদিত ব্যক্তি প্রবেশ করতে পারবে না। কার্ড পাঞ্চিং স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করবে। কার্ডটি টিউশন ফি প্রদান, ঝামেলা ও দুর্নীতিমুক্ত লেনদেনে ব্যবহার করা হবে। শিক্ষার্থীরা খাবার, ক্যান্টিন, স্কুল মার্কেট ইত্যাদির জন্য স্মার্ট কার্ড ব্যবহার করে অর্থ প্রদান করবে। এই কার্ডটি দুর্নীতিমুক্ত এবং কাগজের ব্যবহার বন্ধ এবং ঝামেলামুক্ত কাজের জন্য তথ্য সংরক্ষণ করবে। ফলস্বরূপ শিক্ষার্থী এবং অভিভাবকরা অর্থ প্রদানের ফিরতি বার্তা এবং অন্যান্য তথ্য জানতে পারবেন। অফিসের কর্মীরা ডাটাবেস ব্যবহার করে সহজেই তাদের দায়িত্ব পালন করতে পারবেন। উদাহরণস্বরূপ, ভর্তি, পরীক্ষার জন্য ফর্ম পূরণ, পরীক্ষার ফলাফল, পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপ ইত্যাদি সহজ হবে। কার্ড ব্যবহার করে ছাত্রদের পারফরম্যান্স তাদের অভিভাবকদের কাছে পাঠানো সহজ হবে। বহিরাগতরা থাকবে না বলে ক্যাম্পাস থাকবে সুশৃঙ্খল ।

স্মার্ট ট্রাভেল কার্ড

বাস, ট্রেন এবং অন্যান্য পরিবহনের জন্য স্মার্ট কার্ড চালু করা যেতে পারে। বিআরটিএ, রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিএ কার্ড তৈরি করবে এবং যাত্রীরা ব্যাংক থেকে এই কার্ড সংগ্রহ করবে। যাত্রীরা গাড়ির গেটে লাগানো মেশিনে কার্ড পাঞ্চ করে ভ্রমণ করবে। গাড়ির ধারণক্ষমতা হাউসফুল হলে ট্রাভেল কার্ড পাঞ্চ করা যাবে না। এর মানে ধারণক্ষমতার বাইরে আর কোনো যাত্রী ভ্রমণ করতে পারবে না। যানবাহনটি গেট-লক করা থাকবে এবং বাস বা অন্যান্য যানবাহনের জন্য কোন সাহায্যকারীর প্রয়োজন হবে না। এতে করে ভাড়ার ঝামেলা ও ধারণক্ষমতার বেশি যাত্রী তোলা বন্ধ হবে। যাত্রী নেওয়ার জন্য স্ট্যান্ডের বাইরে কোনো জায়গায় বাস থামবে না বলে যানজট দূর হবে। যানবাহনের স্থায়িত্ব শেষ হলে বিআরটিএ তাদের পাঞ্চিং মেশিন সরবরাহ করবে না, ফলে পুরানো বাসগুলি স্বয়ংক্রিয়ভাবে রাস্তার বাইরে চলে যাবে। বিআরটিএ সড়কে সিসিটিভি স্থাপন করবে এবং যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে তা স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করার জন্য ব্যবহার হবে। নম্বর প্লেট ডিজিটাল হবে এবং তা মালিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকবে। সিসিটিভি নম্বর প্লেট স্ক্যান করবে এবং স্বয়ংক্রিয়ভাবে জরিমানার টাকা কেটে নেবে। এই যুগে রাস্তাগুলিকে সুশৃঙ্খল করে তুলতে ম্যানুয়াল প্রক্রিয়া কার্যকর নয়।

অফিসের শৃঙ্খলা

সমস্ত অফিস সীমানা প্রাচীর দিয়ে সীমাবদ্ধ থাকবে এবং প্রধান ফটকে একটি পাঞ্চিং মেশিন বসানো থাকবে। প্রত্যেক কর্মকর্তা তাদের স্মার্ট পরিচয়পত্র পাঞ্চ করে অফিসে প্রবেশ করবে। এতে করে উপস্থিতি নিশ্চিত করা হবে এবং কোনো অননুমোদিত ব্যক্তি গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। সেবা গ্রহণকারীরা তাদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাঞ্চ করে বা গেটম্যানদের কাছে তাদের কার্ড রেখে প্রবেশ করবে। দালাল, বিক্রয়কর্মী, হকার, দুর্নীতিবাজ ব্যক্তিরা ঘন ঘন সরকারী অফিসে বিশেষ করে হাসপাতাল, ভূমি অফিস, পাসপোর্ট অফিস, স্কুল বা বিশ্ববিদ্যালয়, থানা ইত্যাদিতে প্রবেশ করতে পারবে না। অফিসের কর্মীরা ঝামেলামুক্ত কাজ করতে পারবেন এবং পরিষেবা হবে মসৃণ ও দুর্নীতিমুক্ত।

বাজার মনিটর

ফ্ল্যাগশিপ বাজারগুলিকে স্বয়ংক্রিয় উপায়ে পর্যবেক্ষণ করা সম্ভব। বাণিজ্য মন্ত্রণালয় সকল জেলা পর্যায়ের বাজার এবং অন্যান্য বড় বাজারে (যেমন কাওরানবাজার) স্বয়ংক্রিয় মনিটরিং সেল স্থাপন করতে পারে। সমস্ত বড় বাজার সীমানা প্রাচীর দ্বারা সীমাবদ্ধ থাকবে এবং দুটি প্রবেশদ্বার স্থাপন করবে। প্রস্তুতকারক বা কৃষকদের কাছ থেকে সংগৃহীত কিউআর কোডযুক্ত চালানগুলি ব্যবসায়ী গেটে ইনস্টল করা পাঞ্চিং মেশিনে স্ক্যান করবে। খুচরা বিক্রেতারাও প্রস্থান গেটে পাইকারের কাছ থেকে সংগৃহীত কিউআর কোডযুক্ত চালানটি স্ক্যান করবে। এই মূল্য তালিকাটি ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরসহ সমস্ত বাজারের স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ সেলের কম্পিউটারে যাবে ও দেখানো হবে৷ সমস্ত ভোক্তা এবং প্রশাসন প্রতিদিনের বাজারদর সঙ্গে সঙ্গে জানতে পারবে, যা স্বয়ংক্রিয়ভাবে বাজারমূল্য হ্রাস করবে। আমরা লক্ষ্য করেছি যে, বাজারের অস্থিরতা রোধে ম্যানুয়াল পদ্ধতি কার্যকর নয়। তাই, প্রতিটি সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আমাদের জাতিকে সুশৃঙ্খল ও স্থিতিশীল করে তুলতে পারে, যা জনগণের সন্তুষ্টির জন্য প্রয়োজন।

ড. কে এম আতিকুর রহমান

লেখক : গবেষক ও কলামিস্ট

সর্বশেষ

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার 

কর্ণফুলী শিকলবাহায় দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মদসহ পিতা...

১৬ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকা রেমিট্যান্স

 চলতি বছরের নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স বা...

অক্টোবরে ৪০৫ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৭৭

সারা দেশে গত অক্টোবর মাসে ৪০৫টি সড়ক দুর্ঘটনায় ৩৭৭...

দেশ সেবায় নিয়োজিত এই প্রতিষ্ঠানের সদস্যরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করছে

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-বিএনসিসি কর্ণফুলী রেজিমেন্ট এর সদ্য পদোন্নতি...

‘অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সহযোগিতা করবে যুক্তরাজ্য’

অন্তর্বর্তী সরকারের ভিশন পূরণ, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে...

জানুয়ারিতেই বই পাবে শিক্ষার্থীরা

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায়...

আরও পড়ুন

কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-মদসহ পিতা-পুত্র গ্রেপ্তার 

কর্ণফুলী শিকলবাহায় দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ মদসহ পিতা ও পুত্রকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।  শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দক্ষিণ শিকলবাহা (৫ নম্বর ওয়ার্ড)...

অক্টোবরে ৪০৫ সড়ক দুর্ঘটনা, নিহত ৩৭৭

সারা দেশে গত অক্টোবর মাসে ৪০৫টি সড়ক দুর্ঘটনায় ৩৭৭ জন মানুষ মারা গেছেন। এসব দুর্ঘটনায় একই সঙ্গে আহত হয়েছেন ৪১৫ জন মানুষ।বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট...

‘অন্তর্বর্তী সরকারকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে সহযোগিতা করবে যুক্তরাজ্য’

অন্তর্বর্তী সরকারের ভিশন পূরণ, শান্তি, নিরাপত্তা প্রতিষ্ঠা ও পরবর্তীতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে যুক্তরাজ্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন দেশটির ভারত-প্রশান্ত মহাসাগর অঞ্চলবিষয়ক পররাষ্ট্র...

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ভাষণ দেবেন তিনি। ভাষণটি বিটিভি...