মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা, ভাংচুর ও লুটপাটকারীদের ছাড় দেয়া যাবে না

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা, ভাংচুর ও লুটপাটকারীদের কোনোভাবেই ছাড় দেয়া যাবে না। একইসঙ্গে দফায় দফায় চট্টগ্রাম প্রেস ক্লাবের মতো একটি জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বারবার হামলাকারীরা দুর্বৃত্ত এবং সুযোগসন্ধানী। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রেস ক্লাবে যে ঘটনা ঘটছে তা দুঃখজনক এবং নিন্দনীয়। এ ধরনের ঘটনার মধ্য দিয়ে তারা বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। আত্মত্যাগের বিনিময়ে ছাত্রজনতার যে অর্জন তা বিনষ্ট করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।

চট্টগ্রাম প্রেস ক্লাবে হামলা ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে চট্টগ্রাম সিনির্য়স ক্লাবে রবিবার (১৮ আগস্ট) আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। তারা দেশ ও জাতির পাশাপাশি চট্টগ্রাম প্রেস ক্লাবের সম্মান ও মর্যাদা রক্ষার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজার সভাপতিত্বে রবিবার অনুষ্ঠিত সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশে বহুবার রাজনৈতিক পটপরিবর্তন ছাড়াও অনেককিছু হয়েছে। কিন্তু চট্টগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্টার ৬২ বছরের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। দুর্বৃত্তরা ৫ আগস্ট, ৬ আগস্ট, ১২ আগস্ট নানাভাবে চট্টগ্রাম প্রেস ক্লাবকে আক্রান্ত করেছে। আহত করেছে ২০ জনেরও বেশি সিনিয়র সাংবাদিককে। ১৪ আগস্ট গেইট, গ্রিল ভেঙে প্রেস ক্লাবের অভ্যন্তরে প্রবেশ করে পুরো প্রেস ক্লাব ভাঙচুর ও লুটতরাজের মাধ্যমে অপূরণীয় ক্ষতি সাধন করেছে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম প্রেস ক্লাবে বহিরাগতদের একের পর এক হামলায় নানা মহলে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। যা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর মতো। এ ব্যাপারে বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম প্রেস ক্লাব তার নিজস্ব গঠনতন্ত্র দ্বারা পরিচালিত হয়ে আসছে। যেখানে সকল মতাদর্শের সদস্যদের সহাবস্থান রয়েছে। পুরো প্রক্রিয়া নিয়ম মোতাবেক হয়ে থাকে। বর্তমানে চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন সদস্য পদ প্রদানের কার্যক্রম চলমান রয়েছে। পেশাদার সাংবাদিকদের নিয়মতান্ত্রিকভাবে সদস্য পদের জন্য আবেদনের সুযোগ রয়েছে।

সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ ও মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম. নাসিরুল হক, অঞ্জন কুমার সেন, মোস্তাক আহমদ, নাজিমুদ্দীন শ্যামল, মোহাম্মদ আলী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক অর্থ সম্পাদক নওশের আলী খান, বিএফইউজে’র কার্যকরী সদস্য আজহার মাহমুদ, প্রেস ক্লাবের স্থায়ী সদস্য আবদুল্লাহ আল মাহমুদ, রফিকুল ইসলাম সেলিম প্রমুখ।

সমাবেশে চট্টগ্রাম প্রেস ক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী ও বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ার ব্যুরো প্রধানসহ প্রায় দেড় শতাধিক কর্মরত সাংবাদিক উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চান্দগাঁও আবাসিকে ওয়াসা কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

নগরীর চান্দগাঁও আবাসিকের এ ব্লকে চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তার...

চবিতে ইনকিলাব মঞ্চের গণ-ইফতার আয়োজন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ইনকিলাব মঞ্চের উদ্যোগে ৯ম রমজানে গণইফতারের...

কর্ণফুলীতে শ্যালিকাকে ধর্ষণচেষ্টা, দুলাভাইকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

চট্টগ্রামের কর্ণফুলীতে শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে গণধোলাইয়ের পর...

একশত টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণের অভিযোগ,বৃদ্ধকে গণধোলাই 

টাকার লোভ দেখিয়ে সীতাকুণ্ডে  ৯ বছর বয়সী এক শিশুকে...

বায়েজিদে ৩ বছরের শিশুকে অপহরণ, থামছে না বাবার কান্না 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে তিন বছরের এক শিশুকে...

কর্ণফুলীতে রাস্তার ওপর গরু জবাই করে বিরিয়ানি বিক্রি, জরিমানা

কর্ণফুলীতে রাস্তা ও ফুটপাত দখল করে গরু জবাই করে...

আরও পড়ুন

চান্দগাঁও আবাসিকে ওয়াসা কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি

নগরীর চান্দগাঁও আবাসিকের এ ব্লকে চট্টগ্রাম ওয়াসার এক কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার  রাত সাড়ে ৯টা থেকে ১০ টার মধ্যে এই দুর্ধর্ষ...

বায়েজিদে ৩ বছরের শিশুকে অপহরণ, থামছে না বাবার কান্না 

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে তিন বছরের এক শিশুকে (ছেলে) অপহরণের অভিযোগ পাওয়া গেছে।সোমবার (১০ মার্চ) দুপুর ১টার বায়েজিদ বোস্তামী থানাধীন মুয়াজ্জিন নগর পলিটেকনিক...

আমি খারাপ না, এই দুনিয়ায় না থাকলে চলবে

কক্সবাজারের চকরিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ৯ঘন্টা পরে আরমানুল ইসলাম শান্ত (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে।সোমবার ভোর সাড়ে ৬টার দিকে...

ঈদে নতুন নোট দেবে না কোনও ব্যাংক

প্রতি বছর ঈদের সময় ব্যাংক থেকে নতুন নোট দেয়ার চল থাকলেও  এবারের ঈদে ব্যাংকগুলোর কোনো শাখা থেকেই পাওয়া যাবে না টাকার নতুন নোট।সোমবার...