গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Wednesday, 3 July 2024

আচরণবিধি ভাঙায় তানজিমকে জরিমানা

ক্রীড়া ডেস্ক

কিংসটাউনে গত রোববার ‘ডি’ গ্রুপের ম্যাচে নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের পেসার তানজিম হাসান। এতে আইসিসি আচরণবিধির লেভেল ১ ধারা ভঙ্গ করায় তানজিমকে ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থ জরিমানা করা হয়েছে।

নেপালের ইনিংসে তৃতীয় ওভারে এ ঘটনা ঘটে। আইসিসির প্রেস রিলিজে বলা হয়েছে, তানজিম বল করার পর ‘নেপাল অধিনায়ক রোহিত পৌড়েলের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যান এবং অযাচিত শারীরিক ভঙ্গি করেন’। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়। আম্পায়ার স্যাম নোগাসকির হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তিনি আলাদা করেন দুজনকে। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গেও এ সময় কথা বলেন আম্পায়ার।

খেলোয়াড় এবং খেলোয়াড়দের সাপোর্ট স্টাফদের জন্য আইসিসি আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন তানজিম, যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, ম্যাচ রেফারি কিংবা অন্য কারও (দর্শকও) প্রতি অযাচিত শারীরিক ভঙ্গি’ দেখালে তিনি দোষী সাব্যস্ত হবেন।

এর পাশাপাশি তানজিমের ডিসিপ্লিনারি রেকর্ডে ১টি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২৪ মাসের ব্যবধানে এমন ঘটনা প্রথম ঘটালেন তানজিম। একজন খেলোয়াড় যখন ২৪ মাসের ব্যবধানে ন্যূনতম ৪টি ডিমেরিট পয়েন্ট পান, তখন সেটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয় এবং খেলোয়াড়টি নিষিদ্ধ হন। ২টি সাসপেনশন পয়েন্ট পেলে একটি টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হতে হয়। এ ক্ষেত্রে খেলোয়াড়ের সামনে যে সংস্করণের ম্যাচ থাকবে, সেটায় নিষিদ্ধ হবেন।

তানজিম শাস্তি মেনে নেওয়ায় ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন মনে করেননি। নেপাল অধিনায়ক রোহিত অবশ্য ম্যাচ শেষে জানিয়েছিলেন, দুজনের মধ্যে তেমন কিছুই হয়নি, ‘আমাদের মধ্যে কিছুই হয়নি। সে এগিয়ে এসে আমাকে (বল) মারতে বলেছিল। আমি বলেছি, যাও বল করো। এ ছাড়া আর কিছুই হয়নি।’

নেপালের বিপক্ষে সে ম্যাচে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। তাড়া করতে নামা নেপালের টপ অর্ডারে ধস নামান তানজিম। ৭ রানে ৪ উইকেট নেন তিনি। পরে ২১ রানে নেপালকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ। তানজিম এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। শুক্রবার সুপার এইটে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

 

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু

কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুইজনের মৃত্যু...

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত বেড়ে ১২১

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের হাথরাসে একটি আশ্রমে ভোলে বাবার...

চা ওয়ালা ৩বার প্রধানমন্ত্রী হওয়ায় ছটফট করছে কংগ্রেস: মোদী

একজন চা-ওয়ালা কীভাবে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে গেলেন, সেটা...

শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৪ কোটি টাকার সোনা জব্দ

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে (৪.৪২০ কেজি) বা...

নদীতে লাফিয়ে পড়া নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি

চট্টগ্রাম কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের পল্টন থেকে এক যুবক...

কোপা আমেরিকার শেষ আটে কে কার মুখোমুখি

কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মঙ্গলবার (৩ জুলাই)...

আরও পড়ুন

কলম্বিয়ার সঙ্গে ড্র করে বিপদে ব্রাজিল

পারলো না ব্রাজিল। পারলো না কলম্বিয়ার অজেয় যাত্রা ভাঙতে। কোপা আমেরিকায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে শুরুতে এগিয়ে গিয়েও ড্র করেই মাঠ ছাড়তে হয়েছে ডরিভাল...

কর্ণফুলীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চট্টগ্রামের কর্ণফুলীতে আন্তঃস্কুল (বালক) ২০২৪ এর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।সোমবার (০১ জুলাই) সকালে উপজেলার কালারপোল হাজী ওমরা মিয়া উচ্চ বিদ্যালয়...

ঘোষণা করা হলো বিশ্বকাপের সেরা একাদশ

বিশ্বকাপের সেরা একাদশ গঠন হয়ে গেছে। যেখানে জায়গা হয়েছে চ্যাম্পিয়ন দল ভারতের ৬ ক্রিকেটারের। তবে রানার্সআপ দল দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটার নেই একাদশে।রোহিত শর্মাকে...

মেসিবিহীন মার্তিনেজের জোড়া গোলে আর্জেন্টিনার দাপুটে জয়

কোপা আমেরিকায় পেরুর বিপক্ষে ম্যাচে মাঠে লিওনেল মেসির এবং ডাগআউটে কোচ লিওনেল স্কালোনির না থাকার কথা আগেই জানা গিয়েছিল। মেসি চোটের কারণে এবং স্কালোনি...