চকরিয়ায় মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে হাফেজ ডা. সাইদুল ওমাম (৩০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চকরিয়া ডুলাহাজরা পাগলির বিল এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। তিনি কক্সবাজার যাচ্ছিলেন । দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
নিহত হাফেজ ডা. সাইদুল ওমাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা গৌড়স্থান ৭ নম্বর ওয়ার্ড চৌধুরী পাড়া এলাকার শাহাজান চৌধুরীর ছেলে। তিনি চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের মেডিকেল অফিসার ও ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের লেকচারার।
জানা যায়, ডা. সাইদুল ওমাম পেশায় ডাক্তার হলেও তিনি কুরআনের হিফযকে বুকে ধারণ করে রেখেছেন। বিগত তিন বছর পার্কভিউ হাসপাতাল জামে মসজিদে রমজান মাসে সালাতুত তারাবিহ পড়িয়েছেন।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে সাইদুল ওমাম নামে একজন নিহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে।