গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত। নিবন্ধন নং – ৬০
Thursday, 9 May 2024

৪১ মাসের মধ্যে সর্বনিম্ন রেমিটেন্স সেপ্টেম্বরে

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রবাসী আয়ে পতনের ধারা শুরু হয়েছিল জুলাই মাসেই, সেপ্টেম্বরে এল বড় ধরনের দুঃসংবাদ।

বাংলাদেশ ব্যাংক রোববার জানিয়েছে, গেল মাসে ব্যাংকিং চ্যানেলে মোট ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা, যা ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে এর চেয়ে কম রেমিটেন্স এসেছিল ২০২০ সালের এপ্রিল, সেই মাসে ১০৯ কোটি ২৯ লাখ ডলার পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

বাংলাদেশে করোনাভাইরাস মহামারীর প্রভাব শুরু হয় ২০২০ সালের মার্চে। ততদিনে বিশ্বজুড়ে শুরু হয়েছে লকডাউনের বিধিনিষেধ।

পরের মাস এপ্রিলের রেমিটেন্সে তার প্রভাব পড়ে। অবশ্য পরে তা সামলে উঠে ওেই বছর জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলারের রেমিটেন্স আছে।

২০২২ সালের সেপ্টেম্বরে ১৫৩ কোটি ৯৬ লাখ ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। সেই হিসেবে এ বছর সেপ্টেম্বরে রেমিটেন্স কমেছে ১২ দশমিক ৭২ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, সেপ্টেম্বরের প্রথম ২২ দিনে ১০৫ কোটি ৪৯ লাখ ডলারের রেমিটেন্স এসেছে। তখন দৈনিক গড় রেমিটেন্স প্রবাহ ছিল চার কোটি ৭৮ লাখ ডলার।

পরে তা আরো কমে গেছে। পুরো মাস শেষে দৈনি গড় দাঁড়িয়েছে চার কোটি ৪৭ লাখ ডলারে। ২০২২ সালের সেপ্টেম্বরে দৈনিক গড় ছিল পাঁচ কোটি ১৩ লাখ ডলার।

সর্বশেষ এ বছর জুনে দুইশ কোটি ডলারের বেশি (২১৯ কোটি ৯০ লাখ) রেমিটেন্স দেশে এসেছিল। এরপর জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ, অগাস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ডলারের রেমিটেন্স আসে।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর পরামর্শ রয়েছে বাংলাদেশকে দেওয়া ঋণ চুক্তির শর্তে।

জনশক্তি রপ্তানির পরিমাণ বাড়লেও প্রবাসী আয়ের একটি বড় অংশ হুন্ডিতে আসায় রেমিটেন্স কমছে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বাড়াতে সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর ডলারের বিনিময় হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অথরাইজড ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)।

সেবাখাতসহ সব ধরনের রপ্তানি আয়, বিদেশ থেকে আসা রেমিটেন্স, আন্তঃব্যাংকে কেনার ক্ষেত্রে ডলারের দর ঠিক করা হয় ১১০ টাকা, আগে যা ছিল ১০৯ টাকা ৫০ পয়সা।

অন্যদিকে আমদানি, আন্তঃব্যাংক, বিদেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে ডলারের বিনিময় হার ঠিক হয় সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা, যা আগে ১১০ টাকা ছিল।

সর্বশেষ

৩ মিনিটের ঝড়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

কথায় আছে না, হারের আগে হার নয়! সেটাই যেন...

হাড্ডাহাড্ডি লড়াইয়ে আতাউরকে হারিয়ে মিরসরাইয়ে নয়নের জয়

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মিরসরাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক সমাজ গড়ার সংস্কারক হিসেবে কাজ করেছেন: বিভাগীয় কমিশনার 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেছেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ...

কক্সবাজার সদরে মুজিবুর রহমানকে হারিয়ে চমক দেখালেন নুরুল আবছার

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ...

বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক: পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্তকে...

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা...

আরও পড়ুন

কক্সবাজার সদরে মুজিবুর রহমানকে হারিয়ে চমক দেখালেন নুরুল আবছার

কক্সবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমানকে হারিয়ে জয় লাভ করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার।বুধবার...

বিএনপির নির্বাচন বর্জনের রাজনীতি আত্মহননমূলক: পররাষ্ট্রমন্ত্রী

দ্বাদশ সংসদ নির্বাচনের মতো বিএনপির উপজেলা নির্বাচনও বর্জনের সিদ্ধান্তকে আত্মহননমূলক রাজনীতি বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ ড. হাছান মাহমুদ।এশিয়া, ইউরোপ ও আফ্রিকার...

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাত হলে তার প্রভাব বাংলাদেশে পড়বে বলে আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বর্তমানে মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ পরিস্থিতি সৃষ্টির যে আভাস দেখা যাচ্ছে,...

মুন্সিগঞ্জে ভোট কেন্দ্র রণক্ষেত্র, ৪ পুলিশ সদস্য আহত, আটক ৪

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে হোসেন্দী বহুমুখী কেন্দ্রে পুলিশকে লক্ষ্য করে গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার পুলিশ সদস্য আহত...