ফেনীর ছাগলনাইয়া উপজেলায় নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারিয়েছেন দুই নির্মাণ শ্রমিক।
শনিবার দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের থানাপাড়ার নির্মাণাধীন ভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ছাগলনাইয়া ও পরশুরাম সার্কেল) মো. ওয়ালী উল্লাহ।
নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলার রামগড় থানার রামগড় করইয়া বাগান এলাকার ছেরাজুল হকের ছেলে মাইন উদ্দিন (৩৫) ও বাগেরহাট জেলার কচুয়া থানার সাংদিয়া গ্রামের রবীন্দ্র দাসের ছেলে বিকাশ চন্দ্র দাস (৩০)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার সকালে কুয়েতপ্রবাসী শহীদুল্লার নির্মাণাধীন ভবনে কাজ করতে যান মাইন উদ্দিন ও বিকাশ চন্দ্র দাস। তবে বিকাল থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে শনিবার সকালে নির্মাণাধীন ভবনের আশপাশে খোঁজ করতে এলে সেপটিক ট্যাংকের ভেতরে দুই জনকে পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা।
খবর পেয়ে দুপুরে সেপটিক ট্যাংক ভেঙে ওই দুই শ্রমিককে উদ্ধার করে পুলিশ। তাদের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক শ্রমিক ট্যাংকের সেন্টারিং খোলার জন্য নিচে নামলে জমে থাকা গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হন।
তাকে উদ্ধার করার জন্য আরেকজন নিচে নামলে তিনিও অজ্ঞান হয়ে যায়। এক অবস্থায় ট্যাংকে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। তবে পুলিশ পুরো বিষয়টিকে তদন্ত করছে।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় পলাশ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।