দেশের চারটি বেসরকারি বিমান পরিবহন সংস্থার কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা প্রায় ১২২৩ কোটি টাকা আদায়ে মন্ত্রণালয়কে পদক্ষেপ নিতে বলেছে সংসদীয় স্থায়ী কমিটি।
আজ রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির ৪১তম বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হয়।
বৈঠকে দেওয়া বেবিচকের প্রতিবেদনে বলা হয়, গত মে পর্যন্ত হিসাবে রিজেন্ট এয়ারওয়েজ, নভোএয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ ও জিএমজি এয়ারলাইন্সের কাছে সারচার্জ ও ভ্যাটসহ মোট ১২২২ কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকা পাওনা আছে।
এসব কোম্পানির মধ্যে নভোএয়ার ছাড়া বাকি তিনটির কার্যক্রম বন্ধ রয়েছে। ওই তিন কোম্পানির কাছে পাওনা ১১৯২ কোটি টাকার বেশি। পরিচালনায় থাকা ইউএস বাংলা এয়ারলাইন্স ও এয়ার অ্যাস্ট্রার কাছে কোনো বকেয়া নেই।
বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলোর কাছে বেবিচকের কত টাকা পাওনা, এর আগে তা জানতে চেয়েছিল সংসদীয় কমিটি। সে অনুযায়ী কমিটির বৈঠকে এ প্রতিবেদন জমা দেয় বেবিচক।
সেখানে বলা হয়েছে, রিজেন্ট এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা আছে ৪০৮ কোটি সাত লাখ ৫০ হাজার টাকার বেশি। নভোএয়ারের কাছে ২৯ কোটি ৪৮ লাখ টাকার মত পাওনা।
ইউনাইটেড এয়ারওয়েজের কাছে পাওনা ৩৮৮ কোটি ৯৭ লাখ টাকার বেশি। আর জিএমজি এয়ারলাইন্সের কাছে ৩৯৬ কোটি ৬৫ লাখ টাকার বেশি পাওনা বেবিচকের।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বেসরকরি বিমান পরিবহন সংস্থার কাছে বেবিচকের টাকা পাওনা আছে, তা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
কক্সবাজার বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করার রাস্তাটি জরুরি ভিত্তিতে প্রশস্ত করাসহ এর সৌন্দর্য বৃদ্ধি, সমুদ্র সৈকতের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পারস্পরিক সমন্বয় রেখে কার্যক্রম বাস্তবায়ন করার সুপারিশ করা হয় বৈঠকে।
জাতীয় সংসদ ভবনে এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার, কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন।