দক্ষিণ এশিয়ার সাফ সেরা গোলরক্ষক চকরিয়ার ডুলাহাজারার কৃতী সন্তান জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে সংবর্ধনা দিয়েছে চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শতশত শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন।
সোমবার (২৪জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার সুগন্ধা মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার মিলটন দাশের সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান, কাকারা ইউপি চেয়ারম্যান হাজী মো. সাহাবউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে অতিথিবৃন্দ দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক ডুলাহাজারার ছেলে আনিসুর রহমান জিকোর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।