বুধবার, ১৯ মার্চ ২০২৫

চকরিয়ায় আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা এবং মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম এমএ ।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত সভায় উপরোক্ত বিষয়ের ওপর বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকদের উত্থাপিত বিভিন্ন অভিযোগ-অনুযোগের পরিপ্রেক্ষিতে দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন এমপি জাফর আলম।

এমপি জাফর আলম বলেন, অতীতের যে কোন সময়ের চেয়ে চকরিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ প্রতিনিয়ত অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে বেশ তৎপর রয়েছেন। প্রতিদিনই মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ মাদক কারবারিদের গ্রেপ্তার করছেন।

প্রধান অতিথি এমপি জাফর আলম বলেন, ডুলাহাজারার রিজার্ভ পাড়ার সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য সাঁড়াশি অভিযান জোরদার করতে হবে। প্রয়োজনের র‌্যাবের সহায়তা নিয়ে উপজেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে এই কাজ করতে হবে।

 

এমপি জাফর আলম বলেন, ‘যারা চোরাচালানের সঙ্গে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি চকরিয়া পৌরশহর চিরিঙ্গা যানজট নিরসনকল্পে বাস টার্মিনালের সামনের খালি জায়গায় সিএনজি, টমটমসহ ছোট ছোট যানবাহনের জন্য স্টেশন করে দেওয়া হবে। এতে পৌরশহরের চিরিঙ্গায় পরিবহন চাঁদাবাজদের দৌরাত্ম কমে যাবে’ এছাড়াও যানজট পুরোপুরি নিয়ন্ত্রণ করতে যথাযথ উদ্যোগ গ্রহণের জন্য উপজেলা প্রশাসন এবং পৌরসভা কর্তৃপকে নির্দেশ দেন এমপি জাফর আলম।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ষাম্মাসিক পরীক্ষা নেওয়ার সময় সরকারের জারিকৃত শিক্ষা কারিক্যুলাম মানছেন না অনেক এমপিওভুক্ত বিদ্যালয়। এমন প্রশ্নের জবাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি কঠোরভাবে নজরদারির নির্দেশনাসহ যেসব প্রতিষ্ঠান সরকারের এই কারিক্যুলাম মানছেন না তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এমপি জাফর আলম।

চকরিয়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাহাত উজ জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দুই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবদুল জব্বার, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, উপজেলা আওয়ামী লীগ নেতা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিমুল হক আজিম, চকরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইবনে আমিন, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথসহ সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য, বিভিন্ন দপ্তর প্রধানসহ বিভিন্ন শ্রেণী-পেশার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে এমপি জাফর আলম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ১৫দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম। তিঁনি দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে ভ্রাম্যমাণ বাসের মধ্যে চলমান ওই কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাঁশখালীতে অগ্নিকান্ডে খামারির ১ হাজার মুরগিসহ নগদ টাকা পুঁড়ে ছাই

চট্টগ্রামের বাঁশখালীর চাম্ব‌লে অগ্নিকান্ডে একটি খামারের এক হাজার মুরগি...

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন চমেক শাখার ইফতার মাহফিল

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন চট্টগ্রাম মেডিকেল কলেজ...

 ‘কেবল মাত্র শুরু’ :  ইসরায়েলের প্রধানমন্ত্রী 

এক রাতেই ইসরায়েলের চালানো হামলায় নিহত হয়েছেন ফিলিস্তিনের চার...

গাজায় চালানো ইসরায়েলি হামলায় ক্ষুব্ধ জাতিসংঘ মহাসচিব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এক রাতেই নিহত...

ইসরাইলি হামলায় গাজার ‘প্রধানমন্ত্রী’ নিহত!

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে চার...

কর্ণফুলীতে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণ, ধর্ষক যুবককে পুলিশে তুলে দিল জনতা

চট্টগ্রামের কর্ণফুলীতে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নাছির...

আরও পড়ুন

আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৬ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (১৫ মার্চ) বিকেল...

ইসলামাবাদে জমি বিরোধের জেরে গুলিতে নিহত ১

ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে ছররা গুলিতে একজন নিহত। এ সময়  কয়েকজন গুরুতর আহত। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সিকদার পাড়ায় নিজ...

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চাই: গুতেরেস

মিয়ানমার থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এজন্য মিয়ানমারে...

রোহিঙ্গা শিক্ষার্থীদের সঙ্গে কথা বললেন জাতিসংঘ মহাসচিব

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক‍্যাম্পে পৌঁছেছেন বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি। তাঁর সঙ্গে বিমানের একই ফ্লাইটে কক্সবাজার পৌঁছেছেন...