চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে কর্ণফুলী নদীর বাংলা বাজার ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
আনুমানিক ৩০-৩২ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো জানতে পারেনি বলে জানান নৌ পুলিশ।
নৌ পুলিশের চট্টগ্রামের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক জানান, নদীতে ভাসমান লাশ দেখে স্থানীয়রা খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল প্রেরণ করে। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য পিবিআই ও সিআইডিকে বলা হয়েছে।
তিনি আরও জানান, যুবকের পরনে জিন্সের প্যান্ট আছে। লাশটির মুখ ও পেট পুলে গেছে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি।