কক্সবাজারের চকরিয়ায় অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২৫ মে) ভোর ৪ টা ১০ দিকে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড উচিতার বিল এলাকায় আরিফুর রহমান আরিফের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তি আবদুল মান্নান(২০) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ড উচিতার বিল এলাকার মৃত মোহাম্মদ হারুনের ছেলে বলে জানা গেছে।
এসময় বাড়ির মালিক আরিফুর রহমান আরিফ কৌশলে পালিয়ে যায়।
মাদক ক্রয়-বিক্রয় করার সময় একটি কাঠের বাটযুক্ত দেশীয় তৈরি (এলজি)বন্দুক,একটি স্টিলের তৈরি কুড়াল,পাঁচটি লোহার তৈরি দা,২ টি স্টিলের তৈরি ছুরি, দুই রাউন্ড চায়না রাইফেলের গুলির খোসা ও ১০ (দশ) টি ধুসর বর্ণের গোলাকৃতি সীসা খন্ড জব্দ করা হয়।
চকরিয়া থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ আল ফোরকান বলেন,আসামিদের বিরুদ্ধে চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।