রোহিঙ্গাদের উগ্রপন্থী সশস্ত্র সংগঠন আরকান রোহিঙ্গা সালভেশন আর্মি ‘আরসা’ প্রধান আতা উল্লাহ আবু আম্মার জুননিকে গ্রেফতার করেছে র্যাব-১১।এসময় তার ৫ সহযোগিকেও গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহীনুর আলম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (১৭মার্চ) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছে নগদ ২১ লাখ ৩৯ হাজার ১০০ টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন (ধারালো দাঁতযুক্ত ও দুই পাশে হাতলবিশিষ্ট) উদ্ধার করা হয়েছে।
আতাউল্লাহ আবু আম্মার জুনুনী (৪৮) এর সাথে গ্রেফতার হওয়া অন্য সহযোগীরা হলেন – মোস্তাক আহাম্মদ (৬৬), সলিমুল্লাহ (২৭), মোসা. আসমাউল হোসনা, হাসান (১৫) ও মনিরুজ্জামান (২৪)।
দীর্ঘদিন আত্মগোপনে পালিয়ে ছিলেন মোস্ট ওয়ান্টেড রোহিঙ্গা সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত আরসার চিফ অফ কমান্ড আতাউল্লাহ।
তার বিরুদ্ধে রোহিঙ্গা ক্যাম্পে খুন খারাবী ও অস্থিরতা সৃষ্টির অসখ্য অভিযোগ রয়েছে।
আর এইচ/