আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার

আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে নিজ ঘর থেকে জুলি আক্তার (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে ।

রবিবার ( ৪ জুন) দুপুরে ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম ঝিউরী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জুলি আক্তার উপজেলার ৫নং বরুমছড়া ইউনিয়নের ৭নং ভরাচর গ্রামের মৃত আবুল বশরের মেয়ে। গত বছরের নভেম্বরে বারখাইন ইউনিয়নের আবুল হাশেমের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় তার।আবুল হাশেম পেশায় একজন রাজমিস্ত্রী।

ঘটনার বিষয়ে নিহতের দেবর আবুল বশর জানান, ১০টার দিকে নিজে গিয়ে দোকান থেকে কেনাকাটা করে আসেন ভাবি। পরবর্তীতে নিজ রুমে চলে যায়। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে ভাবির রুমে গিয়ে দরজা বন্ধ পাই। পরবর্তীতে জানালা দিয়ে দেখতে পাই ঘরের চালের বিমের সাথে নিজের ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাছান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

আজারবাইজানের সঙ্গে কোনো চুক্তি হয়নি, বলছে কারাবাখের আর্মেনীয়রা

নাগোরনো-কারাবাখের আর্মেনীয় নেতারা জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আজারবাইজানের কর্তৃপক্ষের সঙ্গে

পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ইমার্জেন্সি মুডে বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক ট্রায়াল আজ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক গাড়ি

আজারবাইজানের সঙ্গে কোনো চুক্তি হয়নি, বলছে কারাবাখের আর্মেনীয়রা

নাগোরনো-কারাবাখের আর্মেনীয় নেতারা জানিয়েছেন, নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে আজারবাইজানের কর্তৃপক্ষের সঙ্গে

পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ইমার্জেন্সি মুডে বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক ট্রায়াল আজ

কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বহুল কাঙ্ক্ষিত বঙ্গবন্ধু টানেলে পরীক্ষামূলক গাড়ি