তেলাপোকা মারার বিষ খেয়ে চবি ছাত্রীর আত্মহত্যা

শেয়ার

তেলাপোকা মারার বিষ খেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাহী কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মহত্যা করা ছাত্রী চবির ইতিহাস বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার বলেন, বড় ভাইয়ের সাথে রাগ করে মেয়েটি তেলাপোকার বিষ খেয়ে নেয় বলে শুনেছি। পরে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি এখন পুলিশের অধীন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ