সাতকানিয়ায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

শেয়ার

সাতকানিয়া থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে স্বামী ও স্ত্রীকে মাদকসহ গ্রেপ্তার করেছেন। এ সময় উভয়ের দেহ তল্লাশি চালিয়ে ৩৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গত বুধবার (২৪ মে) দিবাগত রাত দেড়টার দিকে সাতকানিয়া উপজেলার মহাসড়কের ছদাহা ইউনিয়নের হাঙ্গর রাজঘাটা নামক এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, কক্সবাজারে খুরুশকুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পালপাড়া এলাকার মৃত উপেন্দ্র পালের ছেলে বাবুল পাল (৩৮) ও তার স্ত্রী মন্দিরা পাল (২৭)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, গ্রেপ্তারকৃতরা সম্পর্কে স্বামী-স্ত্রী। তারা কক্সবাজার থেকে ইয়াবাগুলো নিয়ে বাস যোগে চট্টগ্রাম যাচ্ছিল। দেহ তল্লাশি করে স্বামীর কাছ থেকে তিন হাজার ও স্ত্রীর কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। আজ (বৃহস্পতিবার) সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ