রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।
আজ মঙ্গলবার চট্টগ্রাম সহ সারাদেশে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই হাজার হাজার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
চকরিয়া প্রতিনিধি: দিনটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটের সময় চকরিয়া উপজেলা প্রশাসনের পক্ষে ভাষা শহীদদের প্রতি পুষ্প অর্পণের মধ্যে দিয়ে গভীর শ্রদ্ধা জানানো হয়।এ সময় উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বিএ( অনার্স) এমএ,চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান, চকরিয়া সহকারী কমিশনার( ভূমি) রাহাত-উজ-জামান, চকরিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মকছুদুল হক ছুট্টু, জেসি চৌধুরী ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু প্রমুখ।এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে দলে দলে আমার ভাইয়ের রক্ত রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানের তালে তালে নানান দল যোগ দেয়।
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের স্মরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শোক র্যালী বের করা হয়।
এতে ফটিকছড়ি থেকে নির্বাচিত সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি খাতিজাতুল আনোয়ার সনি, উপজেলা পরিষদ চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব, উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরীসহ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা।এছাড়াও আওয়ামী লীগ, যুবলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের পাশাপাশি শিক্ষা, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পরে ভাষা শহীদদের স্মরনে আলোচনা সভায় অংশ নেন বক্তারা।
বান্দরবান প্রতিনিধি: এ উপলক্ষে রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে বান্দরবান সদর পৌরসভার নানান প্রতিষ্ঠান সরকারি বেসরকারি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও মাতৃভাষা দিবস কর্মসূচি শুরু হয়েছে। এ সময়ে বান্দরবানে পৌরসভার মেয়র ইসলাম বেবি সহ নানান প্রতিষ্ঠান, রাজনৈতিকবৃন্দ, সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত, বেসরকারি কর্মরকর্তাও বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্যবৃ্ন্দ প্রমুখ।
বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবি বলেন, বিশ্বের বিভিন্ন ভাষাভাষী মানুষের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় অমর একুশের চেতনা আজ অনুপ্রেরণার অবিরাম উৎসবে বান্দরবান জেলার শহরের মহান শহিদ দিবস পালন করছে পুরো জাতি। এদিকে আরো শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি এডভোকেট মোঃ জয়নাল আবেদীন , সাধারণ সম্পাদক এড,মোঃখলিল ।তারা বলেন , নিজ ভাষার উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি বহুভাষিক শিক্ষার মাধ্যমে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ করতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ইতিবাচক অবদান রাখবে।
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি থেকে:
আজ রাঙামাটি জেলা উপজেলা সরকারী বেসরকারী স্কুল কলেজ বড়াদম সুরবালা আদর্শ বিদ্যাপিঠ ও যগোনা ছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় হেডম্যান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যদায় উদযাপন করা হয়েছে । প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে রাঙামাটি পার্বত্য জেলা সহ বিভিন্ন সদর উপজেলা ও পৌরসভার নানান প্রতিষ্ঠান সরকারি বেসরকারি পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও মাতৃভাষা দিবস কর্মসূচি শুরু হয়েছে।
বিলাইছড়ি প্রতিনিধি: বিলাইছড়িতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার সকল ১০ টায় উপজেলা প্রশাসন ও শিল্প কলা একাডেমির আয়োজনে সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে মধ্যে রাত ১২ টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্প স্তবক অর্পনের মধ্যে দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের নেতা – নেতৃবৃন্দ।
দিবসটি উপলক্ষে উপজেলা হলরুমে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।এবং অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুরজিত দত্ত, উপজেলা কৃষি অফিসার শাহাদত হোসেন, বীর মুক্তি যোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর,উপজেলা শিক্ষা অফিসার নিখিলেশ চাকমা, ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রুপময় চাকমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ বখতেয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দিন ও বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজল কান্তি দে সহ প্রায় দপ্তরের কর্মকর্তা- কর্মচারীগণ।
বক্তারা বলেন,ভাষা হলো জাতির মেরুদণ্ড। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পৃথিবীর সকল মানুষের বা সম্প্রদায়ে ভাষা স্বীকৃতির কথা উল্লেখ করা হয়েছে। তাই দক্ষ শিক্ষক দিয়ে বাংলা ভাষার পাশাপাশি দেশে স্ব- স্ব জাতির মাতৃভাষা চালু করার আহ্বান জানান ।
অন্যদিকে, শহীদ মিনার ঘিরে কড়া নিরাপত্তায় দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনী। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
চাইথোয়াইমং মারমা: রাজস্থলী (রাঙামাটি) রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে রাঙামাটির রাজস্থলীতে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন সকল ভাষা শহীদদের। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি, শিক্ষক সহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের পক্ষ হতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এইসময় রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা,রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, ওসি তদন্ত শামসু উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা ডা, রুইহলাঅংমারমা, সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে মহান ২১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে সহকারি তথ্য অফিসার তপু মারমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রির্সোস অফিসার শাহালম ,রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, থানার ওসি ( তদন্ত) সামশুল আলম, ডাঃ রুইহলাঅং মারমা, ।
আলোচনা সভায় সরকারি বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।