ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ও ভূজপুর ইউনিয়নের ৩টি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ৭ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (১৭ মার্চ) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।
অভিযানে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ইট প্রস্তুত করায় হারুয়ালছড়ির লম্বাবিল এলাকার মেসার্স বাংলা বাজার ব্রিকস কে ২ লক্ষ টাকা, মেসার্স ন্যশনাল ব্রিকসকেম্যানু ২ লক্ষ টাকা এবং ভূজপুর কাজিরহাট মেসার্স ফটিকছড়ি ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ সময় অভিযানে পরিবেশ অধিদপ্তরের প্রসিকিউটর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ভূজপুর থানা পুলিশ ও ব্যাটেলিয়ন আনসারের একটি টীম।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক চৌধুরী বলেন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানন অব্যাহত থাকবে।
আর এইচ/