চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে পাঁচজনকে ছুরিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৬ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে গ্রামীন মাঠের নার্সারি সংলগ্ন খালি জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তারা ডাকাতি প্রস্তুতির জন্য জড়ো হয়েছিল। তাদের কাছ থেকে ৪টি ছুরিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— মো. সোহেল প্রকাশ কাউছার (২৫), মো. জালাল হোসেন প্রকাশ বাচা মিয়া (৩৫), মো. তানভীর প্রকাশ তোফাজ্জল (২২), সাকিব (২০) ও মো. নুর নবী (২০)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কোতোয়ালী থানাসহ বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে থাকে। তারা রাতে বিভিন্ন পথচারীদের কাছ থেকে দামি জিনিসপত্র, টাকা ও মোবাইল ছিনতাই করে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে কোতোয়ালী থানার একজন উপপরিদর্শক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা, তা বিস্তারিত তদন্ত অব্যাহত আছে।
আর এইচ/