বান্দরবানে র‍্যাবের অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ২০

শেয়ার

বান্দরবানের থানচির রেমাক্রীর ব্রিজ-সংলগ্ন এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ জন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) ৩ সদস্যকে আটক ক‌রেছে র‌্যাব

এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকা‌ল ১২টার বান্দরবান র‌্যাব কার্যালয়ে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের প্রদর্শন করা হয়। পরে বান্দরবান জেলা প‌রিষদের হল রুমে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন র‌্যাবের আইন ও গণমাধ‌্যম শাখার প‌রিচালক খন্দকার আল মইন।

তি‌নি ব‌লেন, মঙ্গলবার ভোর ৫টা থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত অভিযান চা‌লি‌য়ে ২০ জন জ‌ঙ্গি সদস‌্যকে আটক করা হয়। এ অভিযান অব‌্যহত থাক‌বে ব‌লেও তি‌নি জানান।

এদিকে মঙ্গলবার সকালে র‌্যাব অভিযা‌নে গে‌লে বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়‌নের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় আগে থে‌কে অবস্থান নেওয়া জঙ্গি বা‌হিনী ও পাহাড়ি সন্ত্রাসীরা র‌্যাব‌কে লক্ষ‌্য ক‌রে গু‌লি চালায়। প‌রে র‌্যাবও পাল্টা গু‌লি চালায়।

গোলাগু‌লির ঘটনায় র‌্যা‌বের ৮ সদস‌্য আহত হ‌য়ে‌ছে। প‌রে দুপুরে ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ন র‌্যাবের ডি‌জি এম খুরশীদ হোসেন।

জানা যায়, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুণদের অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছে‌ড়ে জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়।

হিজরত করা এসব তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় পাহাড়ি সন্ত্রাসীদল। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া পাহাড়ি সন্ত্রাসী সংগঠ‌নের নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টথ (কেএনএফ)।

বিষয়‌টি জানার পর গত বছরের ১৭ অক্টোবর থে‌কে জ‌ঙ্গি ও সন্ত্রাস নির্মূল কর‌তে অভিযা‌নে না‌মে র‌্যাব ও সেনাবা‌হিনী।

এ সম্পর্কিত আরও পড়ুন

সর্বশেষ

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms bellow to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist